নির্বাচনী ময়দানের পর এ বার ক্ষমতা হস্তান্তরের ক্ষেত্রেও ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ‘বাধা’র মুখে জো বাইডেন। অভিযোগ, আমেরিকার প্রতিরক্ষা দফতরের গোয়েন্দা সংস্থাগুলির আধিকারিকের সঙ্গে প্রেসিডেন্ট-ইলেক্ট বাইডেনের ট্রানজিশন দলকে সাক্ষাতের অনুমতি দিতে অস্বীকার করল পেন্টাগন। যদিও গোটা বিষয়টি মানতে নারাজ পেন্টাগন। টিম বাইডেনের পাশাপাশি এ নিয়ে মুখে কুলুপ এঁটেছে ওই গোয়েন্দা সংস্থাগুলিও। তবে আমেরিকার একাধিক প্রথম সারির সংবাদ সংস্থা জানিয়েছে, বাইডেনের টিমকে গোয়েন্দা সংস্থাগুলির আধিকারিকের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি।
চলতি সপ্তাহেই ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি (এনএসএ), ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি (ডিএসএ)-সহ একাধিক গোয়েন্দা সংস্থার শীর্ষ আধিকারিকদের সঙ্গে সাক্ষাতের কথা ছিল বাইডেনের ট্রানজিশিন টিমের। এ বিষয়ে গত ২৩ নভেম্বরই সবুজ সঙ্কেত দিয়েছিল আমেরিকার জেনেরাল সার্ভিসেস অ্যাডমিনিস্ট্রেশন। তবে মার্কিন সংবাদ সংস্থার দাবি, চলতি সপ্তাহে টিম বাইডেনের সেই সাক্ষাতের অনুরোধ নাকচ করে দিয়েছে ট্রাম্প প্রশাসন।
পেন্টাগনের তরফে প্রতিরক্ষা দফতরের ওই গোয়েন্দা সংস্থাগুলির সঙ্গে সাক্ষাতের অনুমতি না পেলেও চলতি সপ্তাহে সিআইএ (সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি)-র এবং ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স অফিসের শীর্ষ কর্তাদের সঙ্গে সাক্ষাৎ করতে পেরেছে বাইডেনের টিম। তাৎপর্যপূর্ণ ভাবে, এই দুই এজেন্সি পেন্টাগনের নিয়ন্ত্রণাধীন নয়।