আমাজন বৃষ্টিবনানীর স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস। পরিস্থিতি মোকাবিলায় ওই অঞ্চলে কোভিড হাসপাতাল তৈরির উদ্যোগ নিল পেরু সরকার। ব্রাজিলের অংশে থাকা আমাজন বৃষ্টিবনানীর আদিবাসীরাও কোভিড-১৯ আক্রান্ত হচ্ছেন। অভিযোগ, তাঁরা পর্যাপ্ত চিকিৎসা পাচ্ছেন না।
পেরুর সামাজিক নিরাপত্তা সংস্থা এসসালুদ শুক্রবার জানিয়েছে, ব্রাজিল সীমান্তের উকাচালি প্রদেশের রাজধানী পুকাইপায় ১০০ শয্যাবিশিষ্ট একটি হাসপাতাল তৈরি করা হবে। দ্রুত হাসপাতাল তৈরির জন্য জোর কদমে কাজ শুরু হয়েছে। তিন সপ্তাহের মধ্যেই হাসপাতালে চিকিৎসা পরিষেবা শুরু করতে চাইছে পেরু সরকার।
করোনায় পেরুতে মোট মৃতের সংখ্যা ৮৮,৫৪১। মোট মৃত্যু ২৫২৩। আমাজন বৃষ্টিবনানীর পেরুর অংশে (পেরুভিয়ান আমাজন) ইতিমধ্যেই করোনা সংক্রমণ ভয়াবহ আকার নিয়েছে। সেখানকার লরেটো রিজিয়ানের ইকিতোস শহরের হাসপাতালগুলি কোভিড রোগীতে ভর্তি। নতুন করে রোগী ভর্তির কোনও সুযোগ নেই। স্থানীয় মর্গগুলিতে মৃতদেহের স্তূপ। পরিস্থিতি ভয়ঙ্কর আকার নেওয়ায় সামাজিক সুরক্ষা সংস্থার মুখপাত্র জানিয়েছেন, পেরুভিয়ান আমাজনে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে জোরকদমে কাজ করছে প্রশাসন। সেখানে ২২০ জন স্বাস্থ্যকর্মীও পাঠানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে।