সর্বপ্রথম ছাড়পত্র দিয়েছে ব্রিটেন। তার পর একে একে আমেরিকা, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন। এ বার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-ও জরুরি পরিস্থিতির কথা মাথায় রেখে ছাড়পত্র দিল ফাইজ়ার-বায়োএনটেক কোভিড ভ্যাকসিনকে। হু-র সিদ্ধান্তে বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রতিষেধকটির ছাড়পত্র পাওয়া ও রফতানির পথ অনেকটাই সহজ হয়ে গেল বলে মনে করছেন বিশেষজ্ঞেরা।
হু-র শীর্ষস্থানীয় আধিকারিক মারিআঙ্গেলা সিমাও আজ বলেন, ‘‘বিশ্বে সর্বপ্রথম অনুমতি পেয়েছে ফাইজ়ারের টিকা। আজ হু-র ছাড়পত্র খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বিশ্বের প্রতিটি প্রান্তে মানুষ যাতে ভ্যাকসিন পান, তা নিশ্চিত করতে অত্যন্ত সদর্থক পদক্ষেপ।’’ কিন্তু একই সঙ্গে এ কথাও মনে করিয়ে দিয়েছেন সিমাও, সর্বত্র টিকা পৌঁছতে হলে, যথেষ্ট পরিমাণ ভ্যাকসিন উৎপাদনও প্রয়োজন।
বড়সড় লক্ষ্যমাত্রা রাখছে সব দেশই। কিন্তু তা বাস্তবায়িত করতে গিয়ে নাজেহাল হওয়ার শামিল। কারণ টিকা উৎপাদনের পাশাপাশি মজবুত পরিকাঠামোও প্রয়োজন। এ নিয়ে ভুগতে হচ্ছে আমেরিকাকেও। ফাইজ়ারের টিকাকে ছাড়পত্র দেওয়ার দিন আমেরিকা ঘোষণা করেছিল, ডিসেম্বরের মধ্যে ২ কোটি মানুষকে টিকা দেওয়া হবে। ১৪ ডিসেম্বর টিকাকরণ শুরু হয়।, ৩১ ডিসেম্বর পর্যন্ত মাত্র ২৮ লক্ষ আমেরিকানকে ভ্যাকসিন দেওয়া গিয়েছে।