কানাডা, অস্ট্রেলিয়া, ফ্রান্স, ব্রিটেনের মতো এ বার প্যালেস্টাইনকে রাষ্ট্রের স্বীকৃতি দিতে চায় পর্তুগাল। শুক্রবার সে দেশের বিদেশ মন্ত্রকের তরফে এই ঘোষণা করা হয়েছে। এক বিবৃতিতে বিদেশমন্ত্রী জানিয়েছেন, রবিবার আনুষ্ঠানিক ভাবে এই স্বীকৃতি দেওয়া হবে। তার পরের দিনেই রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় এই সংক্রান্ত একটি উচ্চ পর্যায়ের বৈঠক রয়েছে। সেখানে আরও কয়েকটি দেশ প্যালেস্টাইনিকে রাষ্ট্রের স্বীকৃতি দেবে বলে আগেই জানিয়েছে। পর্তুগালের প্রথম সারির একটি সংবাদপত্রের দাবি, প্রেসিডেন্ট ও মন্ত্রিসভার সঙ্গে আলোচনার পরেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী লুই মন্টেনিগ্রো।
২০১১ সালে পর্তুগালের পার্লামেন্টে প্রথম প্যালেস্টাইনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার দাবি উঠেছিল। তার পর টানাপড়েন চলেছে। এ দিনের ঘোষণায় দীর্ঘ ১৫ বছরের বিতর্কে ইতি পড়ল বলে মনে করা হচ্ছে। গাজ়ায় ইজ়রায়েলি হামলার ঘটনা খুবই উদ্বেগের, এ কথা জানিয়ে জুলাইয়ে প্রথম এই ঘোষণার ইঙ্গিত দিয়েছিল পর্তুগাল সরকার। রাষ্ট্রপুঞ্জের ১৪৭টি দেশ প্যালেস্টাইনকে রাষ্ট্র বলে মেনে নিয়েছে। সোমবার নিউ ইয়র্কের সভায় সেই দলে যোগ দিতে চলেছে কানাডা, ব্রিটেন, অ্যানডোরা, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, লুক্সেমবার্গ, মাল্টা, সান মারিনো এবং ফ্রান্স।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)