Advertisement
E-Paper

উষ্ণায়নের জেরে প্রতি মিনিটে একটি প্রাণহানি ঘটছে বিশ্বে! দাবি করল সমীক্ষা রিপোর্ট

রিপোর্ট জানাচ্ছে, ধীরে ধীরে উত্তপ্ত হয়ে উঠছে পৃথিবী। আর তার জেরে প্রতি বছর অন্তত সাড়ে পাঁচ লক্ষ মানুষ মারা যাচ্ছেন। অর্থাৎ গড়ে প্রতি মিনিটে এক জনের মৃত্যু ঘটছে ক্রমবর্ধমান তাপমাত্রার জেরে!

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৫ ০১:৩৫

—প্রতীকী চিত্র।

বিশ্ব উষ্ণায়নের বলি প্রতি মিনিটে একটি প্রাণ! স্বাস্থ্য ও জলবায়ু পরিবর্তন বিষয়ক ল্যানসেট কাউন্টডাউন ২০২৫ শীর্ষক প্রতিবেদনে বুধবার এই দাবি করা হয়েছে।

ওই রিপোর্ট জানাচ্ছে, ধীরে ধীরে উত্তপ্ত হয়ে উঠছে পৃথিবী। আর তার জেরে প্রতি বছর অন্তত সাড়ে পাঁচ লক্ষ মানুষ মারা যাচ্ছেন। অর্থাৎ গড়ে প্রতি মিনিটে এক জনের মৃত্যু ঘটছে ক্রমবর্ধমান তাপমাত্রার জেরে! শিশু এবং প্রবীণদের ক্ষেত্রে মৃত্যুর হার সবচেয়ে বেশি।

ল্যানসেট কাউন্টডাউনের দাবি ৯০-এর দশকের তুলনায় উষ্ণায়নে মৃত্যুর হার বেড়েছে প্রায় ৬৩ শতাংশ! গবেষকরা দেখেছেন, ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে তাপপ্রবাহের যে সব ঘঠনা ঘটেছে, তার ৮৪ শতাংশই মানবসৃষ্ট। অপরিকল্পিত শিল্পায়ন ও নগরায়নের জেরেই জলবায়ুর পরিবর্তন ঘটছে। ২০২৪ সালে পৃথিবীর স্থলভাগের ৬১ শতাংশ চরম খরায় আক্রান্ত হয়েছিল, যা ১৯৫০-এর দশকের গড়ের তিন গুণ। ২০২৪ সালে দাবানলের ধোঁয়ায় এক লাখ ৫৪ হাজার মানুষ মারা গিয়েছিল, যা এখনও পর্যন্ত সর্বোচ্চ।

Global Warming Survey Report Rising temperature
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy