বন্দিদের সঙ্গে জেল কর্মীদের বিবাদ। আর সেই বিবাদের জেরেই আগুন জ্বলল জেলে। বন্দিদের নিয়ন্ত্রণে আনতে শূন্যে গুলি ছুড়ল পুলিশ। ঘটনায় আহত ডেপুটি সুপার-সহ বেশ কয়েক জন পুলিশ কর্মী। পাকিস্তানের গুজরাতের ঘটনা।
পাক সংবাদপত্র ডন জানিয়েছে, সোমবার সন্ধ্যা ৫টা নাগাদ (স্থানীয় সময়) গুজরাত জেলা জেলে সংঘর্ষ শুরু হয়। গুজরাত জেলা পুলিশ আধিকারিক গজনফার শাহ জানিয়েছেন, বন্দি এবং পুলিশকর্মীদের মধ্যে প্রথমে বচসা শুরু হয়। পুলিশকর্মীরা তাঁদের সঙ্গে কথা বলে বিষয়টি মিটিয়ে ফেলার চেষ্টা করেন। অভিযোগ, তখনই পুলিশ কর্মীদের লক্ষ্য করে পাথর ছোড়েন বন্দিরা। গুরুতর জখম হন গুজরাত সিটি সার্কল ডিএসপি পারভেজ গোন্দল-সহ বেশ কয়েক জন আধিকারিক। আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
আরও পড়ুন:
বন্দিদের বিক্ষোভ সামলাতে শূন্যে গুলি ছোড়ে পুলিশ। তাতে যদিও নিয়ন্ত্রণে আসেনি বিক্ষোভ। বন্দিরা বেশ কিছু কুঠুরিতে আগুন লাগিয়ে দেন। ছাদে উঠে পড়েন। যদিও ততক্ষণে জেল ঘিরে ফেলেন নিরাপত্তারক্ষীরা, যাতে কেউ পালাতে না পারেন। ঘটনার বেশ কিছু ভিডিয়ো ভাইরাল হয়েছে। পঞ্জাব প্রদেশের অস্থায়ী মুখ্যমন্ত্রী মহসিন নাকভি দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। তবে এই জেলে বন্দি আর পুলিশের সংঘর্ষ নতুন নয়। ২০২০ সালে গুজরাতের এই জেলেই সংঘর্ষ হয়েছিল। তাতে আহত হয়েছিলেন ২ জন পুলিশ কর্মী। অনেক বন্দি দেওয়াল টপকে পালিয়ে গিয়েছিলেন।
According to reports, inmates at #Pakistan's Gujrat Prison set the building on fire, and the assistant superintendent is being taken hostage. Riot like situation reported at the location.#ElectricityShutDown #poweroutage #blackout pic.twitter.com/ZWkHFNGNbC
— tannu chaudhary(@tannuch19064198) January 24, 2023