রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্থলবাহিনীর প্রধান জেনারেল ওলেগ সালিউকভকে অপসারণ করলেন। তাৎপর্যপূর্ণ ভাবে তুরস্কের ইস্তানবুলে যুদ্ধবিরতি নিয়ে রুশ-ইউক্রেন প্রতিনিধি পর্যায়ের আলোচনার মধ্যেই এই পদক্ষেপ করল ক্রেমলিন। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, শুক্রবার রাশিয়ার নতুন স্থলবাহিনীর প্রধান হিসাবে নিযুক্ত করা হয়েছে আন্দ্রেই মোরদভিচেভকে। তিনি পরিচিত ‘জেনারেল ব্রেকথ্রু’ নামে। প্রায় তিন বছর ধরে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধে বিশেষ দক্ষতা প্রদর্শনের জন্য তিনি ‘জেনারেল ব্রেকথ্রু’ নামে পরিচিত হন। গত বছর আন্দ্রেই সে দেশের সর্বোচ্চ পুরস্কার ‘হিরো অব রাশিয়া’-এ সম্মানিত হয়েছিলেন।
পুতিনের দফতরের তরফে এক বিবৃতি জানাচ্ছে, জেনারেল সালিউকভকে জাতীয় নিরাপত্তা পর্ষদের উপসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। ওই পর্ষদই জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে প্রেসিডেন্টের পরামর্শদাতা সংস্থা। পুতিনই পর্ষদের সভাপতি।
আরও পড়ুন:
প্রসঙ্গত, এর আগে ২০২৩ সালে ইউক্রেনের যুদ্ধ-পরিস্থিতি ও রুশ সেনাদের দুর্দশা নিয়ে মুখ খুলতেই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল গুরুত্বপূর্ণ কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ইভান পোপোভকে। রুশ সরকারের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে ওঠা ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনারের প্রধান ইয়েভগেনি প্রিগোঝিনকেও বরখাস্ত করেছিলেন পুতিন।
আরও পড়ুন:
পশ্চিমী সংবাদমাধ্যমের একাংশ মনে করছে, সমরাস্ত্র এবং সেনার সংখ্যায় এগিয়ে থাকলেও গত কয়েক মাসের যুদ্ধে প্রত্যাশিত সাফল্য পায়নি রুশ ফৌজ। এমনকি, রাশিয়ার কুর্স্ক ভূখণ্ডের সেনাঘাঁটিগুলিতে একের পর এক হামলা চালিয়েছে জ়েলেনস্কির সেনা। তাই সরতে হল জেনারেল সালিউকভকে। তা ছাড়া, তাঁর বিরুদ্ধে সম্প্রতি আর্থিক দুর্নীতিরও অভিযোগ উঠেছিল।
আরও পড়ুন:
বৃহস্পতিবার রাতে যুদ্ধবিরতি নিয়ে দু’পক্ষের প্রতিনিধি স্তরের মুখোমুখি বৈঠক শুরু হয়েছে। রুশ প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপদেষ্টা ভ্লাদিমির মেডিনস্কি। অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি সে দেশের প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভকে প্রতিনিধিদলের নেতা হিসাবে ইস্তানবুলে পাঠিয়েছেন। জ়েলেনস্কি তুরস্কে হাজির থাকলেও প্রতিনিধিস্তরের বৈঠকে যোগ দেননি। আমন্ত্রণ সত্ত্বেও তুরস্কে যাননি পুতিন।