Advertisement
E-Paper

৪ দিনে সংক্রমিত ১০ লক্ষ

গত বছর ৩১ ডিসেম্বর চিনের উহানে প্রথম ধরা পড়ে করোনা। ২০১৯-কে মনে রেখে রোগের নাম হয় কোভিড-১৯। তার পরে চোখের নিমেষে গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে মারণ ভাইরাস।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ জুলাই ২০২০ ০৫:০৯
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

গত মার্চের কথা। নতুন উপন্যাস ‘কিশট’ প্রকাশিত হওয়ার দিন গুনছেন সলমন রুশদি। হঠাৎ পাল্টে গেল নিউ ইয়র্কের চেহারাটা। যে নিউ ইয়র্কেই গত ২০ বছর ধরে থাকেন তিনি। ‘‘এ বড় ভয়ের সময়। এখানকার অবস্থা তখন খুবই খারাপ হয়েছিল,’’ সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন বুকারজয়ী লেখক। বলেছেন, ‘‘অসুস্থ হয়ে পড়েছিলাম আমিও। দু’সপ্তাহ ধরে টানা জ্বর। তবে আমি ভাগ্যবান, তার থেকে বেশি কিছু হয়নি। বিশেষ করে আমার বয়স যেখানে ৭৩ এবং বহু দিন ধরে অ্যাজ়মায় ভুগছি।’’ তখন কোভিড-পরীক্ষা করা না-হলেও সম্প্রতি রক্তপরীক্ষা করিয়ে রুশদি দেখেছেন, করোনার অ্যান্টিবডি রয়েছে তাঁর শরীরে। ফলে সত্যিই যে তিনি সংক্রমিত হয়েছিলেন, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।

গত বছর ৩১ ডিসেম্বর চিনের উহানে প্রথম ধরা পড়ে করোনা। ২০১৯-কে মনে রেখে রোগের নাম হয় কোভিড-১৯। তার পরে চোখের নিমেষে গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে মারণ ভাইরাস। তিন মাসে আক্রান্ত হন ১০ লক্ষ। সংক্রমণের হার দেখে তোলপাড় পড়ে যায়। কিন্তু তখনও জানা ছিল না, এ তো সবে শুরু। আগে যা তিন মাসে হয়েছে, এখন ১০০ ঘণ্টাতেই সেই অবস্থা। আক্রান্ত ১০ লক্ষ। অর্থাৎ গত ৪ দিনে প্রতি ১ ঘণ্টায় গড়ে ১০ হাজার লোক করোনা-আক্রান্ত হয়েছেন বিশ্বে। এমনই খবর দিচ্ছে আন্তর্জাতিক সমীক্ষা রিপোর্ট। বিশ্বে মোট সংক্রমণ ১ কোটি ৪২ লক্ষ ছাড়িয়েছে আজ। মৃতের সংখ্যা ৬ লক্ষ পেরোল।

বিশ্বে করোনা

মৃত
৬,০১,৮৯৬

আক্রান্ত

১,৪৩,২৯,৬৯৮

সুস্থ
৮৫,৫১,৫১০

শীর্ষে থাকা আমেরিকায় ৩৭ লক্ষ ছাড়িয়েছে আক্রান্তের সংখ্যা। প্রতিদিন ৬০-৭০ হাজার করে সংক্রমিত হচ্ছেন। বৃহস্পতিবার ৭৭ হাজার লোক নতুন করে আক্রান্ত হয়েছেন আমেরিকায়। দেশের একটা বড় অংশের দাবি আমেরিকার এই পরিস্থিতির জন্য দায়ী প্রশাসনিক সিদ্ধান্তে থাকা একরাশ ধন্দ। মাস্ক পরা, পারস্পরিক দূরত্বের প্রয়োজনীয়তা, এ সব নিয়ে সন্দিহান মানুষ। কারণ সরকার এক কথা বলছে, আর স্বাস্থ্য বিশারদেরা অন্য কথা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাস্ক পরার বিরোধী। আজও বলেন, ‘‘মাস্ক পরা বাধ্যতামূলক করব না। মানুষের এ-টুকু স্বাধীনতা থাকা উচিত।’’

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) বলছে, বছরভর যে সংখ্যক ইনফ্লুয়েঞ্জা সংক্রমণের খবর মেলে, গত সাত মাসে তার তিন গুণ করোনা সংক্রমণ ঘটেছে। বিষয়টির ভয়াবহতা বোঝাতে গিয়ে হু জানাচ্ছে, শুক্রবার এক দিনে বিশ্বে ২,৩৭,৭৪৩ জন সংক্রমিত হয়েছেন, যার ‘নেতৃত্বে’ আমেরিকা, ব্রাজিল, ভারত ও দক্ষিণ আফ্রিকা।

ইউরোপের অবস্থা তুলনায় নিয়ন্ত্রণে। সংক্রমণ-তালিকায় প্রথম দশে রয়েছে শুধু স্পেন ও ব্রিটেন। গত শুক্রবার বাজেট-বৈঠকে বসেছিল ইউরোপীয় ইউনিয়ন। করোনা পরিস্থিতিতে ধুঁকতে থাকা অর্থনীতিকে চাঙ্গা করতে তহবিলে কী পরিমাণ অর্থ বরাদ্দ করা হবে, কী ভাবে তা খরচ করা হবে, তা নিয়ে দীর্ঘ আলোচনায় বসেন ২৭ জন রাষ্ট্রনেতা। এরই মধ্যে ২০ মিনিটে করোনা-পরীক্ষার একটি নতুন পদ্ধতি পাশ হয়েছে ব্রিটেনে। পদ্ধতিটি তৈরি করেছে ‘ইউকে র‌্যাপিড টেস্ট কনসর্টিয়াম’ ও ‘অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়’। গবেষকদের দাবি, ৯৮.৬ শতাংশ ঠিক রিপোর্ট মিলছে।

আরও পড়ুন: কৃষ্ণাঙ্গের গলায় হাঁটু তুলে সাসপেন্ড পুলিশ

Coronavirus Health COVID-19
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy