মদ বিক্রির উপর নিষেধাজ্ঞা শিথিল হচ্ছে না সৌদি আরবে। গুঞ্জন উড়িয়ে দাবি করল সৌদির প্রশাসন। দীর্ঘ সাত দশকেরও বেশি সময় ধরে সৌদিতে মদ বিক্রি আইনত নিষিদ্ধ। সম্প্রতি গুঞ্জন ছড়ায়, মদ বিক্রির উপর ওই কঠোর বিধিনিষেধ এ বার শিথিল করার পথে এগোচ্ছে সৌদি আরব। এই তথ্য প্রকাশ্যে আসতেই আলোড়ন পড়ে যায় গোটা বিশ্বে। এই আবহে সৌদি প্রশাসনের এক আধিকারিক সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, মদের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনও ভাবনাই নেই সৌদি আরবের।
সৌদির অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বী দুই দেশ সংযুক্ত আরব আমিরশাহি এবং বাহরিন পর্যটকদের কাছে জনপ্রিয় এলাকাগুলিতে মদ বিক্রি বৈধ ঘোষণা করেছে। এই কারণে ওই দুই দেশের কোষাগারও ভরছে। পড়শি দেশগুলি মদ বিক্রির ক্ষেত্রে নিয়ম কিছুটা শিথিল করলেও সৌদি সেই পথে এগোয়নি। তবে ২০৩৪ সালে ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ সৌদি আরব। গোটা বিশ্বের ফুটবলপ্রেমীরা ওই সময় সৌদিতে আসবেন। ফুটবল বিশ্বকাপের আয়োজন করা যে কোনও দেশের কাছেই অর্থনৈতিক ভাবে ভীষণ লাভজনক। এই আবহে গুঞ্জন ছড়ায়, ফুটবল বিশ্বকাপ আয়োজনের কথা মাথায় রেখেই মদ বিক্রির ক্ষেত্রে নিষেধাজ্ঞা আংশিক শিথিল করছে সৌদির প্রশাসন।
আরও পড়ুন:
বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়, বিদেশি পর্যটকদের আকর্ষণ করতেই মদ বিক্রির ক্ষেত্রে কঠোর নিয়ম শিথিল করতে চলেছে সৌদি প্রশাসন। ২০২৬ সালের মধ্যে পর্যটকদের কাছে জনপ্রিয় ৬০০টি জায়গায় ধাপে ধাপে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি প্রশাসন, এমন কথাও শোনা যায়। তবে বাকি জায়গাগুলিতে আগের মতোই কড়াকড়ি জারি থাকবে বলে দাবি করা হয় রিপোর্টে। যদিও ওই দাবি উড়িয়ে দিচ্ছে সৌদির প্রশাসন। সৌদির ওই আধিকারিক রয়টার্সকে জানিয়েছেন, মদ বিক্রিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনও সিদ্ধান্তই নেওয়া হয়নি।