ভাইপোকে সরিয়ে নিজের ছেলেকে ক্রাউন প্রিন্স করলেন সৌদি রাজা সলমন। পরবর্তী রাজা হওয়ার অন্যতম দাবিদার মহম্মদ বিন নায়েফ বিন আবদুলাজিজের থেকে ক্ষমতা কেড়ে নিয়ে ৩১ বছর বয়সী সলমনকে যুবরাজ বা ক্রাউন প্রিন্স পদে অভিষিক্ত করলেন রাজা। রাজ্যের প্রতিরক্ষা দফতরের দায়িত্ব তো ছিলই, এ বার ডেপুটি প্রাইম মিনিস্টারের পদও সঁপে দেওয়া হল যুবরাজ মহম্মদ বিন সলমন বিন আবদুলাজিজকে।
সৌদি আরবের বর্তমান জনসংখ্যার অর্ধেকই তরুণ প্রজন্ম। তাই ৫৭ বছরের যুবরাজের বদলে ৩১ বছর বয়সী তরুণের হাতে ক্ষমতা তুলে দেওয়ার পিছনে এটাই কারণ বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের। মহম্মদ বিন নায়েফ বিন আবদুলাজিজও ক্ষমতায় এসেছিলেন হঠাৎই। আচমকা। তৎকালীন যুবরাজ মুক্রিনকে সরিয়ে ২০১৫ সালের ২৯ এপ্রিল সৌদি রাজা সলমন তাঁকে মনোনীত করেন। স্বরাষ্ট্রমন্ত্রকের দায়িত্বের পাশাপাশি দেশের প্রথম ডেপুটি প্রাইম মিনিস্টারের পদও দেওয়া হয় তাঁকে। নায়েফ দেশের অভ্যন্তরীন নিরাপত্তা বিষয়ক কাউন্সিলেরও চেয়ারম্যান হন। সন্ত্রাসবাদ দমনে, বিশেষত আল কায়দা বিরোধী আগ্রাসী মনোভাবের জন্য আমেরিকা-সহ পশ্চিমের দেশগুলির কাছে প্রশংসিত হন তিনি। ওয়াশিংটনের কাছেও পরবর্তী সৌদি রাজা হিসেবে নায়েফই ছিলেন প্রত্যাশিত নাম। তাই এই আচমকা ক্ষমতা হস্তান্তর সত্যিই চমকের বলেই মনে করছেন দেশের এক অংশ।
আরও পড়ুন: ১৮০ দেশে পালিত হচ্ছে বিশ্ব যোগ দিবস