Advertisement
১৯ এপ্রিল ২০২৪

ব্রাসেলসের আত্মঘাতী জঙ্গিরা দুই ভাই! চিহ্নিত হল তৃতীয় জঙ্গিও

ব্রাসেলস বিমানবন্দরে আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়েছে যে দুই জঙ্গি, তারা দুই ভাই। তদন্তে নেমে জানাল বেলজিয়ামের প্রশাসন। কালো পোশাক পরা যে দু’জনকে সিসিটিভি ফুটেজ দেখে আত্মঘাতী জঙ্গি হিসেবে শনাক্ত করা হয়েছে, সেই দুই ভাইই দু’টি বিস্ফোরণ ঘটিয়েছে বলে জানানো হয়েছে।

বাঁ দিকে কালো পোশাক পরা দুই জঙ্গি হল দুই ভাই। ডান দিকের ব্যক্তি তৃতীয় জঙ্গি। সে পলাতক। জানিয়েছে বেলজিয়ামের প্রশাসন।

বাঁ দিকে কালো পোশাক পরা দুই জঙ্গি হল দুই ভাই। ডান দিকের ব্যক্তি তৃতীয় জঙ্গি। সে পলাতক। জানিয়েছে বেলজিয়ামের প্রশাসন।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৩ মার্চ ২০১৬ ১৫:৩৪
Share: Save:

ব্রাসেলস বিমানবন্দরে আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়েছে যে দুই জঙ্গি, তারা দুই ভাই। তদন্তে নেমে জানাল বেলজিয়ামের প্রশাসন। কালো পোশাক পরা যে দু’জনকে সিসিটিভি ফুটেজ দেখে আত্মঘাতী জঙ্গি হিসেবে শনাক্ত করা হয়েছে, সেই দুই ভাইই দু’টি বিস্ফোরণ ঘটিয়েছে বলে জানানো হয়েছে। তৃতীয় সন্দেহভাজনকেও শনাক্ত করেছে বেলজিয়ামের পুলিশ। তার নাম নাজিম লাছরাউয়ি।

ব্রাসেলসের বিমানবন্দরে মঙ্গলবার তিনটি বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা ছিল জঙ্গিদের। দুই আত্মঘাতী জঙ্গি বিস্ফোরণ ঘটায়। তৃতীয় জন বিস্ফোরণ ঘটাতে পারেনি। বিস্ফোরণের পর সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে জঙ্গিদের শনাক্ত করার চেষ্টা শুরু করেছিল ব্রাসেলসের পুলিশ এবং গোয়েন্দা বিভাগ। যে জঙ্গি বিস্ফোরণ ঘটাতে না পেরে পালিয়ে গিয়েছিল বলে পুলিশের দাবি, তার নাম নাজিম লাছরাউয়ি। ব্রাসেলসের অ্যাডারলেশ্ট ডিস্ট্রিক্ট থেকে এক যুবককে বুধবার গ্রেফতার করে পুলিশ। বেলজিয়ামের সংবাদমাধ্যম প্রথমে জানায়, সে-ই তৃতীয় জঙ্গি নাজিম। পরে অবশ্য জানানো হয়, নাজিম ধরা পড়েনি। কালো পোশাক পরা যে দু’জনকে আত্মঘাতী জঙ্গি হিসেবে শনাক্ত করা হয়েছে, তাদেরকে পুলিশ চিনত। পুলিশ সূত্রে জানানো হয়েছে, ওই দুই ভাইয়ের নাম খালিদ এল-বাকরাউয়ি এবং ব্রাহিম এল-বাকরাউয়ি। ব্রাসেলসের মোলেনবিক এলাকায় থাকত এই দুই যুবক। ওই অঞ্চলে সংখ্যালঘু জনসংখ্যা বেশি। মোলেনবিক এলাকার অনেক যুবকই বেলজিয়াম ছেড়ে সিরিয়া চলে গিয়েছিল আইএস-এর হয়ে যুদ্ধ করতে। স্থানীয় প্রশাসন ওই অঞ্চলে অপরাধমূলক কাজকর্মের বাড়বাড়ন্ত নিয়ে উদ্বেগে ছিল দীর্ঘ দিন ধরেই। জঙ্গিরা যে মোলেনবিক এলাকাতে নেটওয়ার্ক তৈরি করে ফেলেছে, সে আভাসও পাওয়া গিয়েছিল। তাও হামলা রোখা গেল না।

বেলজিয়ামের পুলিশ জানিয়েছে, খালিদ এল-বাকরাউয়ি আগেও অপরাধমূলক কাজে জড়িয়েছে। তাই পুলিশের খাতায় তার নাম ছিলই। দুই ভাইয়ের উপরেই পুলিশ এবং গোয়েন্দাদের নজর ছিল। তারাই ব্রাসেলস বিমানবন্দরে মঙ্গলবার বিস্ফোরণে নিজেদের উড়িয়ে দিয়েছে। হতাহত করেছে আরও অনককে। তৃতীয় জঙ্গি হিসেবে যাকে শনাক্ত করা হয়েছে, পুলিশ এবং গোয়েন্দারা তার খোঁজে ব্রাসেলসের বিভিন্ন এলাকায় এখন তল্লাশি চালাচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Belgium Brussels Suicide bombers Siblings
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE