Advertisement
১৭ মে ২০২৪

হস্তান্তর প্রক্রিয়া শুরু সিরিয়ায়

তাঁরা আটকে রয়েছেন শত্রুপক্ষের দখল করা শহরে। তাঁরা কেউ সরকারপন্থী। কেউ বিদ্রোহীদের সমর্থক। এ বার তাঁদের শত্রুপক্ষের এলাকা থেকে বার করে আনতে উদ্যোগী হল সিরিয়া সরকার এবং বিদ্রোহীরা।

বেইরুট
সংবাদ সংস্থা  শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০১৭ ০২:৪৯
Share: Save:

তাঁরা আটকে রয়েছেন শত্রুপক্ষের দখল করা শহরে। তাঁরা কেউ সরকারপন্থী। কেউ বিদ্রোহীদের সমর্থক। এ বার তাঁদের শত্রুপক্ষের এলাকা থেকে বার করে আনতে উদ্যোগী হল সিরিয়া সরকার এবং বিদ্রোহীরা। গৃহযুদ্ধে বিধ্বস্ত সিরিয়ার চারটি শহরে আটক বাসিন্দাদের আদানপ্রদানের জন্য চুক্তি হয়েছে দু’পক্ষের মধ্যে। শুক্রবার সেই চারটি শহর থেকে প্রায় ১০ হাজার মানুষকে স্থানান্তরিত করার প্রক্রিয়া শুরু হয়েছে।

এ দিন সরকারপন্থী দু’টি শহর শিতে ফোওয়া এবং কাফরায়া থেকে প্রায় ৫,০০০ জনকে ৭৫টি বাসে করে আলেপ্পোয় নিয়ে আসা হয়েছে। এই দুই শহর থেকে আরও প্রায় তিন হাজার জনকে সরিয়ে আনা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। কারণ এই দু’টি শহরের কাছেই ইদলিব প্রদেশ। এই ইদলিব প্রদেশ চলে গিয়েছে বিদ্রোহীদের দখলে।

অন্য দিকে, দামাস্কাসের কাছ থেকে ৬০টি বাসে করে ২৩৫০ জন বিদ্রোহী, মানবাধিকারকর্মী এবং তাঁদের পরিবারের লোকজনকে ইদলিব প্রদেশে নিয়ে আসা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Syria citizen transferring
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE