Advertisement
০১ মে ২০২৪
Taliban

ক্ষমতা দখলের দ্বিতীয় বর্ষপূর্তিতে তালিবানের আফগানিস্তানে নিষিদ্ধ সব রাজনৈতিক দল

তালিবান মন্ত্রী বলেন, বলেন, ‘‘আফগানিস্তানে ইসলামি অনুশাসনের মাধ্যমেই মানুষের দৈনন্দিন জীবনচর্চা নিয়ন্ত্রিত হয়। সেখানে রাজনৈতিক দলগুলির কোনও স্থান নেই।’’

Taliban bans democracy in Afghanistan, minister says, no concept of political parties in Sharia

ক্ষমতা দখলের দ্বিতীয় বর্ষপূর্তিতে তালিবান নেতৃত্ব। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কাবুল শেষ আপডেট: ১৭ অগস্ট ২০২৩ ০৯:২০
Share: Save:

ক্ষমতা দখলের দু’বছর পূর্তির পরেই আনুষ্ঠানিক ভাবে আফগানিস্তানে গণতন্ত্রে ইতি টেনে দিল তালিবান। সে দেশের আইন এবং বিচারমন্ত্রী আব্দুল হাকিম শারেই বুধবার সাংবাদিক বৈঠকে করে বলেছেন, ‘‘শরিয়ত মেনে আফগানিস্তানের সব রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’

শারেই সাংবাদিক বৈঠকে বলেন, ‘‘আফগানিস্তানে ইসলামি অনুশাসনের মাধ্যমেই মানুষের দৈনন্দিন জীবনচর্চা নিয়ন্ত্রিত হয়। সেখানে রাজনৈতিক দলগুলির কোনও স্থান নেই। আমাদের দেশে রাজনৈতিক দলের উপস্থিতি শরিয়ত এবং জাতীয় স্বার্থের পরিপন্থী। তাই সব যাবতীয় রাজনৈতিক ক্রিয়াকলাপ এবং রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়েছে।’’

আমেরিকার নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনী প্রত্যাহার পর্বের মাঝেই ২০২১ সালের ১৫ অগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করেছিল তালিবান। পাকিস্তানে প্রশিক্ষিত তালিব বাহিনীয় দ্বিতীয় বার ক্ষমতা দখলের দ্বিতীয় বর্ষপূর্তির পরের দিন কাবুলে সাংবাদিক বৈঠক করে তালিবান মন্ত্রীর এই ঘোষণা গৃহযুদ্ধ দীর্ণ আফগানিস্তানে নতুন করে অশান্তি তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Afghan Taliban Afghanistan taliban Kabul
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE