Advertisement
E-Paper

কাবুলের সেরা হোটেলের দখল নিল আফগানিস্তানের তালিবান সরকার! কী কারণে হঠাৎ এমন পদক্ষেপ?

কাবুলের সেরেনা হোটেলের মালিকানা গত দু’দশক ধরে ছিল ‘আগা খান ফান্ড ফর ইকনমিক ডেভেলপমেন্ট’-এর হাতে। শুক্রবার আচমকাই যাবতীয় কাজ বন্ধ করার কথা জানিয়েছিলেন কর্তৃপক্ষ।

Taliban government of Afghanistan took over management of famed Serena hotel in Kabul

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৩৪
Share
Save

অধিগ্রহণের পর বন্ধ হয়ে গিয়েছিল শনিবার। সোমবার আফগানিস্তানের তালিবান শাসিত সরকারের অর্থ মন্ত্রক জানাল, সে দেশের রাজধানী কাবুলের সেরা হোটেলটি আবার চালু করা হবে।

কাবুলের বিলাসবহুল সেরেনা হোটেলের মালিকানা গত দু’দশক ধরে ছিল ‘আগা খান ফান্ড ফর ইকনমিক ডেভেলপমেন্ট’-এর হাতে। শুক্রবার আচমকাই যাবতীয় কাজ বন্ধ করার কথা জানিয়েছিলেন হোটেল কর্তৃপক্ষ। কয়েক ঘণ্টার নোটিসে বন্ধ করা হয়েছিল হোটেলটি। পরে জানা যায় তালিবান সরকার হোটেলটি অধিগ্রহণ করেছে। হস্তান্তরের শর্ত নিয়ে অবশ্য কোনও পক্ষই কিছু জানায়নি।

সোমবার তালিবান সরকার জানিয়েছে, রাষ্ট্রায়ত্ত সংস্থা এইচএসওলি সেরেনা নতুন করে চালু করবে। তালিবান সরকারের একটি সূত্র জানাচ্ছে, কাবুল-সহ সে দেশের বিভিন্ন শহরে পশ্চিম এশিয়ার জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)-এর আফগান শাখা আইএস-খোরাসান (আইএস-কে)-এর ধারাবাহিক হামলার প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত। রাজধানী শহরে বিদেশি অতিথিদের মূল ঠিকানার নিরাপত্তার খোলনলচে বদলানোর উদ্দেশ্যে সেটি অধিগ্রহণ করা হয়েছে।

ঘটনাচক্রে, আমেরিকার সমর্থনপুষ্ট নির্বাচিত সরকার ক্ষমতায় থাকাকালীন দু’বার হোটেলে হামলা চালিয়েছিল তালিবান। ২০০৮ সালে প্রথম বার সেরেনা হোটেলে হামলা চালানো হয়েছিল। আমেরিকার নাগরিক থর ডেভিড হেসলা-সহ আট জনের মৃত্যু হয়েছিল ওই হামলায়। তার পর ২০১৪ সালে ফের সেখানে আক্রমণ চালানো হয়। সম্প্রতি ২০০৮ হামলার ষড়যন্ত্রের কথা স্বীকার করে নিয়েছেন ভারপ্রাপ্ত বিদেশমন্ত্রী সিরাজউদ্দিন হক্কানি। ঘটনাচক্রে, কাবুলের ভারতীয় দূতাবাসে দু’বার ফিদায়েঁ হামলা চালানোর অভিযোগ রয়েছে হক্কানি নেটওয়ার্কের বিরুদ্ধে!

taliban Afghanistan Kabul Afghan Taliban Hotel ISK isis Sirajuddin Haqqani Haqqani Network

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}