ছুরি হামলায় গুরুতর জখম হলেন তানজানিয়ার কিলি পল, যাঁর হিন্দি গানে অভিনয় কয়েক মাস আগেই ভারতীয় দর্শকদের মন জিতে নিয়েছিল।
কিলির অভিনয় এতটাই ভাল লেগেছিল বলিউড দর্শকদের যে, তাঁকে ডেকে সম্মানিত করেছিলেন তানজানিয়ার ভারতীয় রাষ্ট্রদূত। সেই কিলি আবার খবরে। তবে এ বার সম্পূর্ণ অন্য কারণে। একটি ইনস্টাগ্রাম পোস্টে তিনি জানিয়েছেন, পাঁচজন দুষ্কৃতী আচমকাই ছুরি এবং লাঠি নিয়ে হামলা করে তাঁর উপর। বাধা দিতে গিয়ে গুরুতর জখম হন তিনি। যদিও ওই দুষ্কৃতীরা কারা, তাঁদের বিরুদ্ধে কিলি পুলিশে অভিযোগ জানিয়েছেন কি না সে ব্যাপারে কিছু জানাননি।