বাইকবাহিনীর মধ্যে সংঘর্ষে টেক্সাসে মৃত্যু হল ন’জনের। পুলিশ জানিয়েছে, সোমবার দুপুর সওয়া বারোটা নাগাদ এই ঘটনা ঘটেছে ওয়াকোর টুইন পিক রেস্তোরাঁর পার্কিং লটে। সোমবার দুপুরে ওই রেস্তোরাঁয় বিভিন্ন বাইকবাহিনীর প্রায় শতাধিক সদস্য জড়ো হবেন বলে আগেই খবর ছিল গোয়েন্দাদের কাছে। তাই মোতায়েন করা হয়েছিল প্রচুর পুলিশ। তবে তা সত্ত্বেও আটকানো গেল না প্রাণহানি।
ওয়াকো পুলিশ বিভাগের মুখপাত্র প্যাট্রিক সোয়ানটন জানান, হাতাহাতি দিয়ে শুরু হয় গণ্ডগোল। তার পর চেন, ছুরি, বন্দুক নিয়ে বিরোধী দলের সদস্যদের উপর ঝাঁপিয়ে পড়েন অনেকে। বিশৃঙ্খলা ঠেকাতে গুলি চালায় পুলিশও। ঘটনাস্থলেই মৃত্যু হয় বিভিন্ন দলের আট জনের। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান আরও এক জন। তবে এই ঘটনায় রেস্তোরাঁর কর্মী বা অন্য কোনও অতিথি জখম হননি।
গুলির লড়াই থামলে টুইন পিক-এর পার্কিং লট থেকে উদ্ধার করা হয় একশোরও বেশি অস্ত্র। অশান্তি ছড়ানোর অভিযোগে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এলাকায় আগে থেকেই পুলিশ থাকায় গুলির আওয়াজ শোনা মাত্র ছুটে আসতে পেরেছিলেন তাঁরা। পুলিশের তৎপরতাতেই বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে বলেও মত তাঁদের।