দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই প্রতিবেশীর সীমান্তবিরোধ রূপ নিল পুরোদস্তুর যুদ্ধে। কম্বোডিয়ার সেনা সীমান্তে হামলা করলে বৃহস্পতিবার সকালে তার জবাব দিতে তাইল্যান্ড বায়ুসেনার এফ-১৬ যুদ্ধবিমান হানা দেয়। কম্বোডিয়া সেনার হামলায় অন্তত ১১ জন অসামরিক নাগরিক এবং এক সেনা নিহত হয়েছেন বলে তাইল্যান্ড জানিয়েছে। আহত হয়েছেন দুই সেনা-সহ অন্তত ১৩ জন।
বিবিসিতে প্রকাশিত খবরে দাবি, বৃহস্পতিবার ভোরে উত্তর-পশ্চিম কম্বোডিয়ার সীমান্তবর্তী প্রেট ভিয়েরা প্রদেশে প্রথমে হামলা চালায় কম্বোডিয়া সেনা। তার পর থেকে দিনভর সেখানে তীব্র লড়াই চলছে। কম্বোডিয়ার বাহিনী ভারী কামান এবং রাশিয়ায় নির্মিত বিএম-২১ গ্রাড মাল্টিপল রকেট লঞ্চার ব্যবহার করায় প্রাথমিক ভাবে ক্ষয়ক্ষতি হয় তাইল্যান্ড সেনাশিবির এবং পার্শ্ববর্তী গ্রামগুলির। কিন্তু দ্রুত তাইল্যান্ড বায়ুসেনার ছ’টি এফ-১৬ যু্দ্ধবিমান প্রত্যাঘাত করে বলে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে।
আরও পড়ুন:
যদিও কম্বোডিয়ার দাবি, বিমানহানায় তাদের সামরিক অবস্থানগুলির কোনও ক্ষয়ক্ষতি হয়নি। প্রসঙ্গত, বিতর্কিত ‘পান্না ত্রিভুজ’-এর দখলদারি নিয়ে দীর্ঘ দিন ধরে টানাপড়েন চলছে ব্যাঙ্কক-নম পেনের। তাইল্যান্ড, কম্বোডিয়া এবং আর এক পড়শি দেশ লাওসের সীমান্তবর্তী ওই ভূখণ্ডের দখল নিয়ে ১৯৬২ সালে আন্তর্জাতিক আদালত (ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বা আইসিজে) যে রায় দিয়েছিল, তা অনেকটা কম্বোডিয়ার পক্ষেই গিয়েছিল। কিন্তু চলতি বছরের মে মাসে কম্বোডিয়া সেনা সেখানে শিবির ও পরিখা নির্মাণের তৎপরতা শুরু করার পরে নতুন করে উত্তেজনা বাড়তে শুরু করে। এ বার তা গড়াল সামরিক সংঘাতে।