Advertisement
০৩ অক্টোবর ২০২৩
Plane Accident

রানওয়েতে পাশাপাশি চলে এল দুই বিমান! লাগল ধাক্কাও, হইচই টোকিওর বিমানবন্দরে

জাপানের টোকিওর হানেদা বিমানবন্দরের রানওয়েতে দু’টি বিমানের ধাক্কা লাগে। এর জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে একটি বিমান।

photo of flights

রানওয়েতে পাশাপাশি দুই বিমান। ছবি: রয়টার্স।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
টোকিও শেষ আপডেট: ১০ জুন ২০২৩ ১৬:৩৮
Share: Save:

বিমানবন্দরের রানওয়েতে ধাক্কা লাগল দু’টি বিমানের। যার জেরে ক্ষতিগ্রস্ত হল একটি বিমানের অংশ। শনিবার ঘটনাটি ঘটেছে জাপানের টোকিওর হানেদা বিমানবন্দরে। এই ঘটনায় কেউ হতাহত হননি।

সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, ট্যাক্সিওয়েতে ছিল ব্যাঙ্ককগামী থাই ওয়ারওয়েজের বিমান। টেক অফের প্রস্তুতি নিচ্ছিল বিমানটি। সেই সময়ই সেখানে ছিল ইভা এয়ারওয়েজের অন্য একটি বিমান। দু’টি বিমানের ধাক্কা লাগে। কী ভাবে দু’টি বিমান রানওয়েতে পাশাপাশি চলে এল, তা জানা যায়নি।

এর ফলে ক্ষতিগ্রস্ত হয় থাই বিমানের ডানার (উইং) কিছু অং‌শ। ক্ষতিগ্রস্ত হওয়ায় বিমানটি আর উড়তে পারেনি। ওই বিমানে ছিলেন ২৫০ জন যাত্রী এবং ১৪ জন ক্রু সদস্য। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত দুর্ঘটনা নিয়ে কিছু জানাননি ইভা এয়ারওয়েজ কর্তৃপক্ষ। দুর্ঘটনার জেরে ওই বিমানবন্দরের একটি রানওয়ে সেখানকার স্থানীয় সময় সকাল ১১টা থেকে বন্ধ করে দেওয়া হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE