Advertisement
১৭ মে ২০২৪

‘বিনোদন’! সিরিয়ায় হানা নিয়ে বেফাঁস মার্কিন কর্তা

নৈশভোজের পর অতিথিদের জন্য নিছক বিনোদনের আয়োজন! তা-ও আবার সম্পূর্ণ বিনামূল্যে।

সংবাদ সংস্থা
ওয়াশিংটন শেষ আপডেট: ০৩ মে ২০১৭ ০৩:৪৫
Share: Save:

নৈশভোজের পর অতিথিদের জন্য নিছক বিনোদনের আয়োজন! তা-ও আবার সম্পূর্ণ বিনামূল্যে।

এপ্রিলের গোড়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা ঠিক তেমনটাই ছিল বলে মন্তব্য করলেন মার্কিন বাণিজ্যসচিব উইলবার রস। গত কাল ক্যালিফোর্নিয়ায় অর্থনীতি বিষয়ক এক আন্তর্জাতিক সম্মেলনে হাজির ছিলেন রস। কথায় কথায় উঠে আসে সিরিয়ায় মার্কিন হামলার প্রসঙ্গ। আর সেখানেই তিনি বলে বসেন, ‘‘এমন একটা ভরপুর বিনোদন। অথচ প্রেসিডেন্টের একটি ডলারও খরচ হলো না!’’ সিরিয়ার রাসায়নিক হামলার জবাব দিতেই ওই হামলা দাবি করে গোড়ায় প্রায় গোটা বিশ্বকে পাশে পেয়েছিলেন
মার্কিন প্রেসিডেন্ট। বাণিজ্যসচিবের এমন মন্তব্যের পর অবশ্য বিতর্কই দানা বাঁধছে।

দিনটা ছিল ৬ এপ্রিল। ট্রাম্পের আমন্ত্রণে দক্ষিণ ফ্লোরি়ডার বিলাসবহুল মার-আ-লাগো এস্টেটে যান সস্ত্রীক চিনা প্রেসিডেন্ট শি চিনফিং। নৈশভোজের শেষ পাতে ছিল চকলেট কেক। চিনা প্রেসিডেন্ট তাতে প্রথম কাম়ড়টা দিয়েছেন সবে। ঠিক তখনই দুম করে বোমা ফাটিয়ে বসেন মার্কিন প্রেসিডেন্ট। গলাবাজি নয়, ধীরে-সুস্থে অতিথির ঠিক কানের কাছে এসে বলেন, ‘‘আপনাকে জানিয়ে রাখি, সিরিয়াকে নিশানা করে এই মাত্র ৫৯টা ক্ষেপণাস্ত্র হামলার নির্দেশ দিলাম।’’ দিন কয়েক পরে সাক্ষাৎকারে ট্রাম্প নিজেই তা জানান।

কী প্রতিক্রিয়া ছিল অতিথির! ট্রাম্পের দাবি, প্রথমটায় কয়েক সেকেন্ডের জন্য হকচকিয়ে যান চিনা প্রেসিডেন্ট। দোভাষীর কাছে জানতে চান, তিনি ঠিক শুনছেন কি না! পরে অবশ্য ধাতস্থ হয়ে বলেন, ‘‘রাসায়নিক হামলা চালিয়ে এ ভাবে যারা নিজের দেশের নিরীহ নাগরিকদের হত্যা করে, তাদের এমন করেই শিক্ষা দেওয়া উচিত।’’

মাস ফুরোলেও সেই হামলায় ক্ষতির হিসেব পুরোপুরি মেলেনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Syria Donald Trump
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE