‘স্টু়ডেন্ট ভিসা’ নিয়ে আমেরিকায় যাওয়া পড়ুয়াদের সতর্ক করল সে দেশের সরকার। নয়াদিল্লিতে আমেরিকার দূতাবাস থেকে জানানো হয়েছে, সে দেশে গিয়ে ক্লাসে অনিয়মিত হলে তাঁর ভিসা বাতিল হয়ে যেতে পারে। আমেরিকার দূতাবাস জানিয়েছে, আমেরিকায় পড়তে গিয়ে স্কুলছুট হলে বা ক্লাস না-করলে কিংবা স্কুল কর্তৃপক্ষকে না-জানিয়ে পাঠক্রম ছেড়ে দিলে ওই পড়ুয়ার স্টুডেন্ট ভিসা বাতিল হওয়ার সম্ভাবনা থাকে। এমন ক্ষেত্রে আগামী দিনেও আমেরিকার ভিসা পাওয়ার সুযোগ হারাতে পারেন ওই পড়ুয়ারা।
কোনও আবাঞ্ছিত পরিস্থিতি এড়াতে ‘স্টুডেন্ট ভিসা’য় আমেরিকায় যাওয়া পড়ুয়াদের ভিসার শর্ত মেনে চলার পরামর্শ দিয়েছে আমেরিকার দূতাবাস। বস্তুত, যে কোনও সময়ের জন্যই এই শর্তগুলি প্রযোজ্য। শুধু আমেরিকা নয়, যে কোনও দেশেই ‘স্টুডেন্ট ভিসা’য় যাওয়া পড়ুয়াদের ভিসার শর্ত মেনে চলতে হয়। অন্যথায় ভিসা বাতিল হওয়ার সম্ভাবনা থাকে। তবে সাম্প্রতিক পরিস্থিতিতে আমেরিকার দূতাবাস থেকে এই বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় পুনরায় ক্ষমতায় আসার পর থেকে সে দেশ থেকে অবৈধবাসীদের বিতাড়ন শুরু করেছেন। সম্প্রতি আগাম কোনও কিছু না-জানিয়েই বিদেশি পড়ুয়াদের ভিসা বাতিলের ঘটনাও ঘটেছে। প্যালেস্টাইনপন্থী বিক্ষোভ থেকে শুরু করে বিভিন্ন কারণে বিদেশি পড়ুয়াদের ক্ষেত্রে এই কড়াকড়ি শুরু করেছে ট্রাম্পের প্রশাসন।
আরও পড়ুন:
চলতি মাসেই আমেরিকার অভিবাসন এবং শুল্ক সংস্থা আইসিই বিদেশি পড়ুয়াদের সতর্ক করে দিয়েছিল। আইসিই-র ওই নির্দেশিকায় বলা হয়েছিল, ‘অপশনাল প্র্যাক্টিক্যাল ট্রেনিং’ ভিসায় আমেরিকায় যাওয়া বিদেশি পড়ুয়াদের প্রশিক্ষণ শুরুর ৯০ দিনের মধ্যে চাকরি নিশ্চিত করতে হবে। অন্যথায় আইনি জটিলতার মধ্যে পড়তে হতে পারে তাঁদের। সম্প্রতি আমেরিকার বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠানও বিদেশি পড়ুয়াদের ভিসা বাতিলের সম্ভাবনা এড়াতে আমেরিকার বাইরে না-যাওয়ার পরামর্শ দিয়েছিল।