সবাই চান তাঁদের সন্তানের জন্মটা যেন বিশেষ দিন, ক্ষণে হয়। অনেকেই আবার চান তাঁদের সন্তানের জন্মদিনটা অন্য কোনও কারণে নয়, শুধু তার জন্মদিন হিসেবেই থাক। কিন্তু দিনটা যদি ব্রিটেনের রাজ পরিবারে নতুন সদস্যের জন্মদিনের সঙ্গে মিলে যায়, তবে তা এমনিতেই বিশেষ হয়ে ওঠে। তাই তাদেরও বিশেষ কিছু প্রাপ্য থাকে। সেটাই পেল মার্কিন এক হাসপাতালের ৯ শিশু।
সোমবার, ৬ মে ব্রিটেনের রাজ পরিবারের প্রিন্স হ্যারি ও মেগান মের্কেলের ছেলের জন্ম হয়েছে। ওই দিনই ক্যালিফর্নিয়ার প্যাসিফিক মেডিক্যাল সেন্টারের ভন নেস ক্যাম্পাস হাসপাতালে ৮টি মেয়ে একটি ছেলের জন্ম হয়।
হাসপাতালের তরফে এক প্রেস বিবৃতিতে জানানো হয়, এই বিশেষ দিনে জন্মানোর জন্যএই ৯ শিশুর প্রত্যেককে মুকুট দিয়ে স্বাগত জানানো হয়েছে। প্রকাশ করা হয়েছে ছবিও।
জুন শিরাকি নামে এক হাসপাতালের কর্মী নিজের হাতে উল দিয়ে এই মুকুটগুলি তৈরি করেছেন। সেই মুকুট দিয়েই সাজানো হয় এই ৯ রাজকন্যা, রাজকুমারীকে।
হাসপাতালের এই মিষ্টি উদ্যোগে নিজেদের খুশি ব্যক্ত করেছে সান ফ্রান্সিসকোর ব্রিটিশ কনস্যুলেট।
আরও পড়ুন : মা হলেন মেগান, প্রথম সন্তানে উচ্ছ্বসিত রাজকুমার হ্যারি
আরও পড়ুন : ভারতে আসছেন প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটন
Newborns at Sutter’s new CPMC Van Ness Campus hospital celebrated with Prince Harry and Meghan Markle by “crowning” six newborns of their own. pic.twitter.com/1xEYwr8yIB
— Amal Hasan (@AmalKPIX) May 6, 2019
ব্রিটেনের রাজপরিবারের নতুন সদস্যের নাম যদিও এখনও ঠিক হয়নি বা জানানো হয়নি, তবে তাতে তাকে গোটা বিশ্ব জুড়ি স্বাগত জানানোর কোনও কমতি নেই। তারই মাঝে মার্কিন এই হাসপাতালের উদ্যোগ নজর কেড়েছে সবার।