Advertisement
০৭ মে ২০২৪

মা হলেন মেগান, প্রথম সন্তানে উচ্ছ্বসিত রাজকুমার হ্যারি

তার আগমনের অপেক্ষা ছিল এপ্রিল থেকেই। তবে সে এল সামান্য দেরিতে। 

উচ্ছ্বসিত: ছেলে হওয়ার খবর দিচ্ছেন রাজকুমার হ্যারি। রাজপরিবারের তরফে সোশ্যাল মিডিয়ার পোস্ট। সোমবার। রয়টার্স

উচ্ছ্বসিত: ছেলে হওয়ার খবর দিচ্ছেন রাজকুমার হ্যারি। রাজপরিবারের তরফে সোশ্যাল মিডিয়ার পোস্ট। সোমবার। রয়টার্স

শ্রাবণী বসু
লন্ডন শেষ আপডেট: ০৭ মে ২০১৯ ০১:৪৭
Share: Save:

তার আগমনের অপেক্ষা ছিল এপ্রিল থেকেই। তবে সে এল সামান্য দেরিতে।

আজ স্থানীয় সময় ভোর ৫টায় ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজ়াবেথের নাতবৌ ডাচেস অব সাসেক্স, মেগান পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। প্রথম সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে স্বভাবতই উচ্ছ্বসিত রাজকুমার হ্যারি। বাকিংহাম প্রাসাদের তরফে সোমবার জানানো হয়েছে, শিশুর ওজন সাত পাউন্ড। মা ও ছেলে দু’জনেই সুস্থ। ব্রিটেনের সিংহাসনের সপ্তম এই দাবিদার, রানির অষ্টম প্রপৌত্র আরও একটি কারণে চর্চায়। কারণ রাজপরিবারে এই প্রথম কোনও শিশুর মা কৃষ্ণাঙ্গ মার্কিন

এবং বাবা ব্রিটিশ। সেই সূত্রে এই শিশুর দ্বৈত নাগরিকত্বের অধিকারীও হওয়ার কথা।

আজ উইনসর কাসল-এর বাইরে দাঁড়িয়ে সদ্য বাবা হয়ে হ্যারি ধন্যবাদ জানিয়েছেন দেশের মানুষকে। ছেলের নাম কী রাখা হবে, তা নিয়ে ভাবনাচিন্তা চলছে বলেও জানিয়েছেন তিনি। ছেলের জন্মের সময়ে হাজির থেকে কেমন লাগল হ্যারির? হাসতে হাসতে রাজকুমারের জবাব, ‘‘এর আগে এমন কোনও অভিজ্ঞতা ছিল না আমার। অসাধারণ লেগেছে। মহিলারা যে কী অসাধ্য সাধন করতে পারেন, তা আমার বোঝার বাইরে। মেগানের জন্য আমি অত্যন্ত গর্বিত।’’ তার পরেই হ্যারির সংযোজন, ‘‘সব বাবা-মা বলেন, তাঁদের সন্তানই সেরা। তবে আমার ছোট্টটার জন্য মরেও যেতে পারি! বলতে পারেন, সপ্তম স্বর্গে আমি!’’

হাসপাতালে গিয়ে শিশু জন্ম দেওয়ার চিরাচরিত প্রথা ভেঙে মেগান তাঁদের নয়া বাসভবন, উইনসর এস্টেট-এর ফ্রগমোর কটেজ-এ সন্তানের জন্ম দিয়েছেন। হাসপাতালের বাইরে সাংবাদিক এবং মানুষের ভিড় তাঁদের না পসন্দ— আগেই জানিয়েছিলেন হ্যারি-মেগান। আমেরিকা থেকে মেগানের কাছে এসেছেন তাঁর মা ডোরিয়া রাগল্যান্ড। তবে মেগানের বাবা এ বারও গরহাজির। বাবার সঙ্গে মেগানের সম্পর্ক নিয়ে বিতর্ক থাকায় হইচই চাননি হ্যারিও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Prince Harry British monarchy Meghan Markle
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE