Advertisement
২৫ এপ্রিল ২০২৪

ভারতে আসছেন প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটন

এই প্রথম ভারতে আসছেন ব্রিটেনের রাজপুত্র উইলিয়াম ও তাঁর স্ত্রী ডাচেস অফ কেমব্রিজ কেট মিডলটন। এপ্রিলের ১০ তারিখে তাঁদের নামার কথা মুম্বইয়ে। তাঁর পরের দিনই তাঁরা যাবেন দিল্লিতে। সেখানে দু’দিন কাটিয়ে তাঁরা যাবেন কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে। সেখানেও থাকবেন দু’দিন। তার পর সেখান থেকেই তাঁরা উড়ে যাবেন ভূটানের রাজধানী থিম্পুতে। তাঁদের দুই শিশু পুত্র, কন্যাকে তাঁরা রেখে আসছেন ব্রিটেনেই।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০১৬ ১৯:২৭
Share: Save:

এই প্রথম ভারতে আসছেন ব্রিটেনের রাজপুত্র উইলিয়াম ও তাঁর স্ত্রী ডাচেস অফ কেমব্রিজ কেট মিডলটন। এপ্রিলের ১০ তারিখে তাঁদের নামার কথা মুম্বইয়ে। তাঁর পরের দিনই তাঁরা যাবেন দিল্লিতে। সেখানে দু’দিন কাটিয়ে তাঁরা যাবেন কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে। সেখানেও থাকবেন দু’দিন। তার পর সেখান থেকেই তাঁরা উড়ে যাবেন ভূটানের রাজধানী থিম্পুতে। তাঁদের দুই শিশু পুত্র, কন্যাকে তাঁরা রেখে আসছেন ব্রিটেনেই।

আরও পড়ুন- ‘নিজের আদর্শের জন্য জীবন দিতেই চেয়েছিল বাবা’

কেনসিংটন প্রাসাদের এক মুখপাত্র আজ এই খবর দিয়ে জানিয়েছেন, পরের দিন দেশে ফেরার জন্য ভারতে ফিরেই তাঁরা চলে যাবেন আগ্রায় তাজ মহল দেখতে। ২৪ বছর আগে ভারত সফরে এসে যুবরানি ডায়ানা ওই তাজ মহলেই ছবি তুলেছিলেন নানা ভঙ্গিমায়।

গত নভেম্বরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিটেন সফরের সময়েই রাজপুত্র উইলিয়াম ও ডাচেস অফ কেমব্রিজের এ দেশে আসার কথা ঘোষণা করা হয়েছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

london britain prince princess uk
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE