Advertisement
E-Paper

রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার পরিষদ ছাড়ল আমেরিকা, গাজ়ার শরণার্থীদের জন্য ত্রাণেও ‘না’ ট্রাম্পের!

ঘটনাচক্রে, ইউএনআরডব্লিউএর বিরুদ্ধে ইজ়রায়েল অভিযোগ তুলেছিল, ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় অংশ নেওয়া প্যালেস্টাইনি সশস্ত্র গোষ্ঠী হামাসের কয়েকজন যোদ্ধাকে সংস্থাটি আশ্রয় দিয়েছে।

ডোনাল্ড ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্প। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ২২:০২
Share
Save

রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার পরিষদ (ইউএনএইচআরসি) থেকে সরে দাঁড়াল আমেরিকা। বুধবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পদক্ষেপের কথা ঘোষণা করেছেন।

পাশাপাশি, গাজ়ায় প্যালেস্টাইনি শরণার্থীদের ত্রাণের দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রপুঞ্জের সংস্থা ইউএনআরডব্লিএ-র জন্য অর্থবরাদ্দ বাতিল করার কথাও জানিয়েছেন তিনি। কিন্তু কেন এমন সিদ্ধান্ত? ট্রাম্প সরকারের অভিযোগ, রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার পরিষদ ‘পক্ষপাতদুষ্ট’।

ঘটনাচক্রে, ইউএনআরডব্লিউএর বিরুদ্ধে ইজ়রায়েল অভিযোগ তুলেছিল, ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় অংশ নেওয়া প্যালেস্টাইনি সশস্ত্র গোষ্ঠী হামাসের কয়েকজন যোদ্ধাকে সংস্থাটি আশ্রয় দিয়েছে। কিন্তু রাষ্ট্রপুঞ্জ সেই অভিযোগ অস্বীকার করেছিল। এ ক্ষেত্রে কার্যত বেঞ্জামিন নেতানিয়াহু সরকারের অভিযোগ মেনে নিলেন ট্রাম্প। ঘটনাচক্রে, নেতানিয়াহু এখন আমেরিকা সফরে। প্রসঙ্গত, এর আগে ট্রাম্পের প্রথম মেয়াদের সময় ২০১৮ সালেও ইউএনএইচআরসি থেকে সরে এসেছিল আমেরিকা।

Israel-Hamas Conflict Israel-Palestine Conflict gaza Gaza war Donald Trump UNHRC UN

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}