১৯৬৩ সালে বন্ধ হয়ে যাওয়া আলকাট্রাজ় জেলখানা চালুর নির্দেশ দিলেন ডোনাল্ড ট্রাম্প। ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো উপকূলের গোল্ডেন গেট ব্রিজ লাগোয়া ওই দ্বীপ-কারাগার সংস্থার করে নতুন করে উদ্বোধনের কথা নিজেই জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট।
ট্রাম্প সোমবার তাঁর সমাজমাধ্যমে ‘ট্রুথ সোশ্যাল’-এ লিখেছেন, ‘‘অনেক দিন ধরে আমেরিকা নিষ্ঠুর, হিংসাত্মক এবং দাগি অপরাধী অপরাধীদের দ্বারা জর্জরিত। আলকাট্রাজ় আমেরিকার আইন, শৃঙ্খলা এবং ন্যায়বিচারের প্রতীক হিসাবে কাজ করবে।’’ যদিও বিরোধী ডোমোক্র্যাট শিবির ট্রাম্পের এই সিদ্ধান্তকে কোনও ‘গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ বলে মানতে চায়নি।
আরও পড়ুন:
একদা ‘বিশ্বের সবচেয়ে কুখ্যাত কারাগার’ হিসেবে পরিচিত ছিল আলকাট্রাজ়। বন্ধ হওয়ার পরে সেটি জনপ্রিয় পর্যটনক্ষেত্র হয়ে উঠেছিল। প্রয়াত হলিউড তারকা শন কোনেরির জনপ্রিয় ছবি ‘দ্য রক’ নির্মিত হয়েছিল ওই জেলখানাকে কেন্দ্র করে গড়ে ওঠা এক কাহিনির ভিত্তিতে। ট্রাম্প জানিয়েছেন, ভয়ঙ্কর ও দাগী অপরাধীদের জন্য কারাগারটি আধুনিক ভাবে সম্প্রসারণ ও পুনর্নির্মাণ করে আবার চালু করা হবে। প্রসঙ্গত, সান ফ্রান্সিসকো উপসাগরের দ্বীপে অবস্থিত আলকাট্রাজ় কারাগার নির্মিত হয়েছিল ১৯১২ সালে। ১৯৩৬ সালে জেলখানাটি আমেরিকার বিচার বিভাগের নিয়ন্ত্রণে এসেছিল। একদা ভয়ঙ্কর অপরাধীদের জন্য বরাদ্দ কারাগারটি অতিরিক্ত ব্যয়ের কারণে ১৯৬৩ সালে বন্ধ করে দেওয়া হয়েছিল।