Advertisement
১১ মে ২০২৪
US

Al Zawahiri: জাওয়াহিরির মৃত্যুর বদলা নিতে হামলা চালাতে পারে আল কায়দা! নাগরিকদের সতর্ক করল আমেরিকা

সতর্কবার্তায় বলা হয়েছে, ‘আল-জাওয়াহিরির মৃত্যুর পর আল কায়দা আমেরিকার নাগরিক বা আমেরিকার কোনও প্রতিষ্ঠানের উপর হামলা চালাতে পারে।

গ্রাফিক— শৌভিক দেবনাথ।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২২ ১৭:৪১
Share: Save:

আল-কায়দা প্রধান আয়মান আল-জাওয়াহিরি নিহত হওয়ার পর দুনিয়া জুড়ে সতর্কতা ঘোষণা করল আমেরিকা। পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা আমেরিকার নাগরিকদের এ বার নিশানা করতে পারে জঙ্গিরা, এমনই আশঙ্কা। সেই সূত্রেই সতর্কবার্তা জারি করল জো বাইডেনের দেশ।

৩১ জুলাই আমেরিকার গোপন হানায় নিহত হন একদা বিন লাদেনের ঘনিষ্ঠতম সহকারী জাওয়াহিরি। এই খবর দিয়ে গত মঙ্গলবার আমেরিকার প্রেসিডন্ট বাইডেন টুইট করেছিলেন, ‘শেষ পর্যন্ত ন্যায়বিচার দেওয়া গেল।’ তার ঠিক পরেই আমেরিকার নাগরিকদের উদ্দেশে সতর্কবার্তা এল। সতর্কবার্তায় বলা হয়েছে, আল-জাওয়াহিরির মৃত্যুর পর আল কায়দা বা অন্য কোনও জঙ্গি সংগঠন প্রতিশোধ নিতে আমেরিকার নাগরিক বা আমেরিকার কোনও প্রতিষ্ঠানের উপর হামলা চালাতে পারে। এই পরিস্থিতিতে আমেরিকার সমস্ত নাগরিককে চূড়ান্ত ভাবে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে বিদেশে ভ্রমণের সময় তাঁদের সমস্ত রকম সতর্কতা গ্রহণের কথা বলা হয়েছে।

বিশ্বের অন্যতম কুখ্যাত জঙ্গি নেতা আল-জাওয়াহিরি ২০০১-এর ১১ সেপ্টেম্বর আমেরিকায় বিমান হানার পিছনে অন্যতম মূলচক্রী। আমেরিকার গোপন অপারেশনে আফগানিস্তানের কাবুলে নিহত হন গত শনিবার। মঙ্গলবার সেই খবর ঘোষণা করেন আমেরিকার প্রেসিডেন্ট।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

US Al Qaeda Ayman al-Zawahiri
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE