Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Japan

ভেন্ডিং মেশিনে পয়সা ফেললেই পাওয়া যাচ্ছে ছারপোকা, ঝিঁঝিঁপোকা, ট্যারান্টুলার স্ন্যাক্স!

তোকিউশি তোমোদা নামের ৩৪ বছরের এক যুবকের মাথায় এই অভিনব ভেন্ডিং মেশিন বসানোর পরিকল্পনা আসে। পেশায় বেলুন বিক্রেতা তোকিউশি খাবারের ঘাটতি মেটাতেই এই পরিকল্পনা নিয়েছেন বলে জানিয়েছেন।

এই সেই অদ্ভুত ভেন্ডিং মেশিন

এই সেই অদ্ভুত ভেন্ডিং মেশিন

সংবাদ সংস্থা
টোকিয়ো শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০১৯ ২১:০৬
Share: Save:

নির্দিষ্ট কোনও দ্রব্যের ভেন্ডিং মেশিনে নির্দিষ্ট অর্থ ফেলে প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করা এখন চলতি ট্রেন্ড। কিন্তু তা বলে পোকামাকড় দিয়ে তৈরি স্ন্যাক্সের জন্য ভেন্ডিং মেশিন! হ্যাঁ, এমনই একটি ভেন্ডিং মেশিনের দেখা মিলছে জাপানেটোকিয়োয়।

জানা গিয়েছে যে, তোকিউশি তোমোদা নামের ৩৪ বছরের এক যুবকের মাথায় এই অভিনব ভেন্ডিং মেশিন বসানোর পরিকল্পনা আসে। পেশায় বেলুন বিক্রেতা তোকিউশি খাবারের ঘাটতি মেটাতেই এই পরিকল্পনা নিয়েছেন বলে জানিয়েছেন। প্রায় ১০টির মতো পতঙ্গ থেকে তৈরি স্ন্যাক্স এখানে পাওয়া যাচ্ছে বলে জানা গিয়েছে।

কিন্তু কেন এমন অদ্ভুত পরিকল্পনা এল তাঁর মাথায়? বন্ধু-বান্ধবদের সঙ্গে বসে কথা বলতে বলতে কোনও এক দিন খাদ্য ঘাটতির প্রসঙ্গ উঠলে, তারপরেই এই পরিকল্পনা তাঁর মাথায় আসে বলে জানিয়েছেন তোকিউশি। তারপরেই গত বছর নভেম্বরে এই ভেন্ডিং মেশিনটি বসানোর ব্যবস্থা করেন তিনি। এখানে পাওয়া যায় মশলা মাখানো বা নোনতা ঝিঁঝিঁ পোকা, বিশেষ উপায়ে তৈরি করা ট্যারান্টুলা ইত্যাদি। সব থেকে সস্তায় পাওয়া যাচ্ছে ঝিঁঝিঁ পোকা, এবং সব থেকে দামী ট্যারান্টুলা

আরও পড়ুন: প্রতিবন্ধী মেয়ের ইচ্ছাপূরণে বরফের প্রাসাদ বানালেন বাবা, বিশেষ হুইল চেয়ারও

এই ভেন্ডিং মেশিন থেকে কেনাবেচাও নেহাৎ কম নয় বলে জানা গিয়েছে। তোকিউশি জানিয়েছেন যে, বিকল্প খাদ্যের জোগান দেওয়ার এই ব্যবস্থা করতে পেরে রীতিমতো আনন্দিত তিনি। আরও কী কী উপকরণ এখানে যোগ করা যায়, সেটা নিয়েও চিন্তা-ভাবনা করছেন বলে জানিয়েছেন তোকিউশি।

আরও পড়ুন: হাতে সব চেয়ে উন্নত হাইপারসনিক অস্ত্র, যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে চিন, রিপোর্ট পেন্টাগনের

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE