Advertisement
E-Paper

ভাষণের মাঝেই ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা ভেনেজুয়েলা প্রধানের

প্রেসিডেন্ট যেখানে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছিলেন তার ঠিক কয়েক হাত দূরেই বিস্ফোরণটা হয়। বিকট আওয়াজে যে যে দিক পারলেন দৌড়লেন। সার দিয়ে দাঁড়ানো সেনাদেরও দেখা গেল এ দিক ও দিক সরে পড়তে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ অগস্ট ২০১৮ ১৪:৩৭
ভাষণ দিচ্ছিলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। ছবি: রয়টার্স।

ভাষণ দিচ্ছিলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। ছবি: রয়টার্স।

রাজধানী কারাকাসে সেনাবাহিনীদের একটি অনুষ্ঠানে গিয়েছিলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। পোডিয়ামে দাঁড়িয়ে সেনাবাহিনীর উদ্দেশে ভাষণ দিচ্ছিলেন। হঠাৎবিস্ফোরণের আওয়াজে চমকে উঠলেন সবাই।

প্রেসিডেন্ট যেখানে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছিলেন তার ঠিক কয়েক হাত দূরেই বিস্ফোরণটা হয়। বিকট আওয়াজে যে যে দিক পারলেন দৌড়লেন। সার দিয়ে দাঁড়ানো সেনাদেরও দেখা গেল এ দিক ও দিক সরে পড়তে। অনুষ্ঠানটির সরাসরি সম্প্রচার চলছিল তখন। বিস্ফোরণের মুহূর্ত আর বিস্ফোরণের সময় প্রেসিডেন্ট মাদুরোর ভয়ার্ত মুখটাও ধরা পড়ে যায় ক্যামেরায়।

সঙ্গে সঙ্গে ভাষণ থামিয়ে দেন প্রেসিডেন্ট।তাঁর যাতে তোনও রকম ক্ষতি না হয়, ছুটে চলে আসতে দেখা যায় দেহরক্ষীদের। গোটা ঘটনাতে স্তম্ভিত মাদুরো। কী ভাবে এমনটা সম্ভব হল? আর কী থেকে বিস্ফোরণটা হল? পরে জানা যায়, মাদুরো যখন ভাষণ দিচ্ছিলেন সে সময় একটি বিস্ফোরক ভর্তি ড্রোন ওই অনুষ্ঠানের মাঝে ঢুকে পড়ে। সেটাই বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণে কয়েক জন সেনা আহত হয়েছেন বলে সে দেশের সরকারি সূত্রে খবর।

দেখুন সেই ভিডিয়ো

আরও পড়ুন: ন’বছরের শ্রেয়াসকে ব্রিটেনে রেখে দিতে জোর তৎপরতা , কেন জানেন?

মাদুরো পরে এক বিবৃতি দিয়ে জানান, “আমাকে হত্যা করতেই তারা ষড়যন্ত্র করেছিল।” এই ঘটনায় জড়িত সন্দেহে যদিও কয়েক জনকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু তারা বলতে এখানে মাদুরো কাদের বোঝালেন? যদিও পরে সেই ইঙ্গিতও দিয়েছেন তিনি। তাঁর অভিযোগ, কলম্বিয়া, আমেরিকার কিছু অজ্ঞাতপরিচয় ‘বিনিয়োগকারী’ এ কাজে জড়িত। মাদুরো বলেন, “কোনও সন্দেহ নেই এই ঘটনার পিছনে কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল স্যান্টোসের হাত রয়েছে।” বিরোধী দলের দিকেও আঙুল তুলেছেন মাদুরোর অনুগামীরা।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট কলম্বিয়াকে এই ঘটনার জন্য কাঠগড়ায় তুললেও, কলম্বিয়া কিন্তু মাদুরোর অভিযোগকে সম্পূর্ণ খারিজ করে দিয়েছে। সে দেশের এক শীর্ষ আধিকারিক সংবাদ সংস্থা এএফপি-কে বলেন, “মাদুরোর অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।”

তেল রফতানিকারক বিশ্বের তাবড় দেশগুলির মধ্যে ভেনেজুয়েলা অন্যতম। কিন্তু দীর্ঘ রাজনৈতিক টানাপড়েনের জেরে সে দেশের অর্থনীতি একেবারে তলানিতে ঠেকেছে। কিন্তু তার পরেও দেশের ক্ষমতায় থেকে গিয়েছেন মাদুরো। দেশের ক্রমাবনতির কারণে হাজার হাজার দেশবাসী দেশান্তরিত হচ্ছেন। ২০১৩-য় উগো চাভেসের পর ক্ষমতায় আসেন মাদুরো।

আরও পড়ুন: আংটি থেকে স্বর্ণমুদ্রা, ফাঁকা মাঠ থেকে উদ্ধার বিপুল গুপ্তধন

Venezuela Venezuelan President Nicolas Maduro drone attack
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy