নিরামিষাশী এক ব্যক্তির কাছ থেকে অদ্ভুত ই-মেল পেলেন প্রতিবেশীরা। ওই ব্যক্তি প্রতিবেশীদের অনুরোধ করেছেন, তাঁরা যেন রাতে ঘরের বাইরে অথবা জানলা খুলে রান্না ঘরে কোনও আমিষ জিনিস রান্না না করেন। কারণ তিনি ওই সময় হাঁটতে বেরোন, আমিষ পদের গন্ধ তাঁর কাছে ‘অসহ্যকর’।
সান ফ্রান্সিসকোর ব্রেকলি এলাকায় বসবাসকারী ওই ব্যক্তির দাবি, তিনি রাত্রে যখন হাঁটতে বেরোন তখন প্রতিবেশীরা মাংস রান্না করেন। আর এখন গরম পড়ছে, তাই তাঁরা বাড়ির বাইরে বাইরে বা জানলা খুলে রেখেই রান্না করছেন। ফলে চারদিক থেকে মাংসের গন্ধ বেরোতে থাকে।
একটি টুইটার হ্যান্ডলে নাম উহ্য রেখে ইমেলের স্ক্রিনশট শেয়ার করা হয়েছে। সেখানে মেলের, শেষের দিকে লেখা হয়েছে, কেন মাংস রান্নারগন্ধ অসহ্যকর সে বিষয়ে তিনি বিশদে কিছু বলতে চান না। কিন্তু তিনি চান অন্যরাও এই বিষয়টি অনুসন্ধান করুন এবং নিরামিশভোজী হওয়ার আন্দোলনে যোগ দিন।