স্পেস স্টেশন থেকে তোলা আগ্নেয়গিরির ছবি। নাসার ওয়েব সাইট থেকে নেওয়া।
আকাশ থেকে তোলা যে কোনও ছবির মধ্যে বেশ একটা নাটকীয় ছোঁয়া থাকে। আর সেই ছবি যদি হয় কোনও আগ্নেয়গিরির এবং তা তোলা হয় মহাকাশ থেকে! তাহলে তো কথাই নেই। সম্প্রতি এমনই কয়েকটি ছবি প্রকাশ করেছে নাসা।
নাসার টুইটার হ্যান্ডলে একটি আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুত্পাতের তিনটি ছবি প্রকাশ করা হয়েছে। এটি উত্তর প্রশান্ত মহাসাগরের কুরিল দ্বীপের ছবি। প্রায় ৯৫ বছর পর এই আগ্নেয়গিরিটি ফের জেগে উঠেছে। সেই ছবিই ধরা পড়ছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের ক্যামেরা ও কয়েকটি উপগ্রহে।
কুরিল দ্বীপের আগ্নেয়গিরি অন্য সক্রিয় আগ্নেয়গিরির মতো নয়। বহুদিন পর পর এটিতে আগ্ন্যুত্পাত হয়। এর আগে শেষবার অগ্ন্যুত্পাত হয় ১৯২৪ সালে। তার আগে হয়েছিল ১৭৭৮ সালে। এবার ফের ঘুম ভেঙেছে গত ২২ জুন, স্থানীয় সয়ম ভোর ৪টায়। অগ্ন্যুত্পাত শুরু হতেই ছাই ও গ্যাস প্রায় ৭০০ মিটার ওপর পর্যন্ত ওঠে। স্পেস স্টেশন ছাড়াও কয়েকটি উপগ্রহও নজর রাখে এই অগ্ন্যুত্পাতের দিকে।
আরও পড়ুন : কাক না গরিলা? চূড়ান্ত বিভ্রান্তি সোশ্যাল মিডিয়ায়
আরও পড়ুন : নিজেই ওষুধের দোকানে গিয়ে চিকিত্সা চাইল আহত কুকুর!
তিনটি ছবি নাসা প্রকাশ করেছে। তার মধ্যে স্পেস স্টেশন ছাড়াও টেরা উপগ্রহ থেকে তোলা একটি ছবিও রয়েছে।
An unexpected series of blasts from the remote #Raikoke volcano in the Kuril Islands sent ash and volcanic gases streaming high over the North Pacific Ocean. https://t.co/ptL4i4dNOH #NASA pic.twitter.com/XAUziKxurK
— NASA Earth (@NASAEarth) June 24, 2019