এবার প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশংসা ও সমর্থন পেলেন সান দিয়েগোর স্নায়ুবিজ্ঞানী জীবনদীপ কোহালি। এবার ‘প্রাইড মান্থ’-এরামধনু রঙের পাগড়ি পরেন তিনি। রামধুন রঙকে এলজিবিটিকিউ আন্দোলনের প্রতীক ধরা হয়।
২ জুন জীবনদীপ কোহালি টুইট করে ঘোষণা করেছিলেন, তিনি শিখ এবং উভকামী। তাঁর সেই পোস্ট ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। রামধনু রঙের পাগড়ি পরা একটি ছবি পোস্ট করেন টুইটারে। সেখানে তিনি লেখেন এলজিবিটিকিউ-অধিকারের জন্য তাঁর আন্দোলন চালিয়ে যাবেন।
জীবনদীপ কোহালির এই টুইট এক লক্ষের বেশি মানুষ লাইক করেন, রিটুইট হয়েছে ১৫ হাজারের বেশি। এই পোস্টের সমর্থকদের তালিকায় যোগ হল আরও একটি গুরুত্বপূর্ণ নাম, বারাক ওবামা। ওবামা বরাবরই এলজিবিটিকিউ আধিকারের আন্দোলনকে প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন। স্নায়ুবিজ্ঞানী জীবনদীপ কোহালির সেই টুইটটি নিজের টুইটার হ্যান্ডলে শেয়ার করেছেন ওবামা। তিনি লিখেছেন, জীবনদীপ আপনার গর্ব করার মতো অনেক কিছু রয়েছে। আপনি যা করছেন তার জন্য ধন্যবাদ।