স্বাভাবিক ছবিও আলো-ছায়ার কারসাজিতে অনেক সময় অদ্ভুত হয়ে যায়। তেমনই একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ছবিতে দেখা যাচ্ছে একটি বাচ্চা মেয়ের দু’টি পা অদ্ভুত আকারের ও অদ্ভুত রকমের লম্বা।
২৫ নভেম্বর একটি টুইটার হ্যান্ডলে ছবিটি আপলোড হয়েছে। তারপরই সেটি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ছবিতে দেখা যাচ্ছে, একটি ফাঁকা মাঠে দাঁড়িয়ে রয়েছে মেয়েটি। মাঠটি ধুসর হয়ে যাওয়া ঘাসে ঢাকা। আর মেয়েটি কালো রঙের জুতো, মোজা, ট্রাউজার্স পরে সেখানে দাঁড়িয়ে রয়েছে।
আশপাশে সব কিছুই স্বাভাবিক দেখাচ্ছে, দূরে কিছু গাড়ি দাঁড়িয়ে রয়েছে সারি দিয়ে, সেগুলির মধ্যেও অস্বাভাবিকত্ব কিছু দেখা যাচ্ছে না। শুধু অস্বাভাবিক দেখাচ্ছে মেয়েটির পা দু’টি। পা দুটি অদ্ভুত শীর্ণকায়।
আরও পড়ুন: কুকিজ চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে গেল অপরাধী! ভাইরাল ভিডিয়ো
এখনও যদি আপনি বিষয়টি বুঝতে না পারেন তবে আপনাকে একটু কষ্ট করতে হবে। তবেই আপনি বুঝতে পারবেন এমন পায়ের রহস্য কী!
আরও পড়ুন: জল নয় অন্য কিছু নেমে আসছে পাহাড়ের গা বেয়ে, মিজোরামের এই ভিডিয়ো এখন ভাইরাল
ভাল করে খুঁটিয়ে দেখুন, দেখলেই বুঝতে পারবেন মেয়েটির হাতে একটি পপকর্নের প্যাকেট ধরা আছে। আর সেটির রং ধুসর ঘাসের সঙ্গে মিলে যাওয়ায় এক নজরে পার্থক্য করা কঠিন হয়ে দাঁড়াচ্ছে। ভাল করে দেখলে বিষয়টি আপনিও বুঝতে পারবেন। এই ছবি দেখিয়ে যে কাউকে চমকে দিতে পারেন আপনিও।
আরও পড়ুন: রেস্তরাঁর মহিলা কর্মীকে গাড়ি উপহার দিলেন এক দম্পতি, কেন জানুন
দেখুন সেই ছবি:
It does take much to mess up my mind, may I present a girl posing with a bag of popcorn pic.twitter.com/spVaggRAjR
— Andrew (@HabsFanInTO) November 25, 2019