Advertisement
১১ মে ২০২৪
Viral

Viral: মাছ নয় যেন মানুষ! ঝলমল করছে সারি সারি দাঁত, ছবি দেখে হতবাক সবাই

মৎস্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই ধরনের মাছ মানুষের মতোই সর্বভুক হয়। তাদের ওজন সাধারণত আড়াই থেকে সাত কেজির মধ্যে হয়।

সেই মাছের ছবি

সেই মাছের ছবি ছবি: ফেসবুক থেকে।

সংবাদ সংস্থা
ক্যারোলিনা শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২১ ১৪:০৭
Share: Save:

ছিপে বেশ বড় আকারের মাছ ধরা পড়তেই মনটা আনন্দে ভরে গিয়েছিল আমেরিকার উত্তর ক্যারোলিনার মৎস্যজীবী নাথন মার্টিনের। কিন্তু মাছ হাতে নিয়ে অবাক হয়ে যান তিনি। এ কী! মাছের মুখে অবিকল মানুষের মতোই সারি সারি দাঁত। মাছের ছবি নেটমাধ্যমে প্রকাশ করেন জেনেট পিয়ের নামের এক ব্যক্তি। সেই ছবি ভাইরাল হয়েছে।

জানা গিয়েছে, এই প্রজাতির মাছের নাম ‘শিপশিড’। গায়ে সাদা-কালো দাগ থাকে ‘কনভিক্ট’ নামেও ডাকা হয় এই মাছগুলিকে। উত্তর ক্যারোলিনাতে সমুদ্রের মধ্যে পাথরের খাঁজে সাধারণত পাওয়া যায় এই ধরনের মাছ।

মৎস্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই ধরনের মাছ মানুষের মতোই সর্বভুক হয়। তাদের ওজন সাধারণত আড়াই থেকে সাত কেজির মধ্যে হয়। উত্তর ক্যারোলিনা ছাড়া বিশ্বের খুব কম জায়গাতেই অবশ্য এই প্রজাতির মাছ দেখা যায়। সামনের সারির বড় আকারের দাঁত শামুক, ঝিনুকের খোলা ভাঙতে ব্যবহার হয় বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা। দাঁতের ধার পিরানহার থেকে কোনও অংশে কম নয় বলেই জানিয়েছেন তাঁরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Viral Teeth
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE