শুধু শুধু গাড়ির ভিতর বসে অপেক্ষা করতে কারই বা ভাল লাগে। না, কোনও মানুষের কথা বলা হচ্ছে না, গাড়ির ভিতর অপেক্ষা করতে হচ্ছিল দু’টি কুকুরকে। অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে তারা যা করল, তাতে বাধ্য হয়ে গাড়ির দরজা খুলে বের করে দিতে হল। এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
অস্ট্রেলিয়ার পেশাদার সাইক্লিস্ট স্টিল ভন হফ তাঁর ভেরিফায়েড ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিয়ো পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে একটি কালো রঙের গাড়িতে দু’টি কুকুর বসে রয়েছে। ঠিক বসে রয়েছে নয়, রীতি মতো অধৈর্য হয়ে গাড়ির হার্ন বাজাচ্ছে। টানা বেজে চলেছে সেই হর্ন।
আর এই হর্ন শুনে গাড়ির মালিককে হন্তদন্ত হয়ে ফিরে আসতে দেখা যাচ্ছে। গাড়ির মালিক সম্ভবত কোনও কাজে কুকুর দু’টিকে গাড়িতে রেখে একটু দূরে গিয়েছিলেন। কিন্তু এভাবে গাড়ির মধ্যে বন্দি হয়ে থাকতে তাদের মোটেই ভাল লাগছিল না। তাই তারা বুদ্ধি খাটিয়ে গাড়ির হর্ন বাজাতে শুরু করে।
আরও পড়ুন: নিয়মিত এই সব কাজ করেন না স্বামী, বিচ্ছেদের আর্জি স্ত্রীর
টানা এভাবে হর্ন বাজতে শুনে বাধ্য হয়েফিরে আসতে হয় গাড়ির মালিককে। এসে দরজা খুলে দিতে হয়। দরজা খোলা পেয়ে হেলতে দুলতে কুকুর দু’টিগাড়ি থেকে নেমে পড়ে। তবে তার আগে গাড়ির মালিককে রীতিমতো অভিযোগ করার ভঙ্গিতে কিছু বলতে দেখা যায়। তিনি যেন বলছেন, “আমি একটা কাজে গিয়েছিলাম আর তোমরা একটু ধৈর্য ধরে বসতে পারছো না? হর্ন বাজিয়েআশপাশের মানুষজনকে বিরক্ত করছ?”
আরও পড়ুন: গণেশের ছবি লাগানো বাথরুমের পাপোশ! অ্যামাজন বয়কট, আনইনস্টলের ডাক সোশ্যাল মিডিয়ায়
৯ জানুয়ারি ভিডিয়োটি পোস্ট হয়েছে ইনস্টাগ্রামে। তারপরই পশুপ্রেমীদের মন জয় করে নেয় এই পোষ্য দু’টি। এখনও পর্যন্ত ভিডিয়োটি ৪৭ হাজারের বেশিবার দেখা হয়েছে। সেই সঙ্গে সমানে চলছে লাইক ও শেয়ার।
দেখুন সেই ভিডিয়ো: