Advertisement
০২ মার্চ ২০২৪
Viral Video

নিজেকে খেয়ে ফেলছে সাপ, ভাইরাল ভিডিয়ো

রোথ্যাকার জানিয়েছেন, এই অভয়ারণ্যের ১৫ বছরের ইতিহাসে এটা প্রথম, যেখানে একটা কিংস্নেক নিজেকে খাওয়ার চেষ্টা করছে। বিষয়টি নজরে আসার পরই কর্মীরা সাপের মুখ থেকে তার লেজটি বের করে দেন।

নিজের লেজ খাওয়ার চেষ্টা কিংস্নেকের। ছবি: ইউটিউব থেকে নেওয়া।

নিজের লেজ খাওয়ার চেষ্টা কিংস্নেকের। ছবি: ইউটিউব থেকে নেওয়া।

সংবাদ সংস্থা
ল্যানচেস্টার, পেনসিলভেনিয়া শেষ আপডেট: ১৩ অগস্ট ২০১৯ ১৬:১৩
Share: Save:

কথায় আছে, বিপদে পড়লে নাকি বাঘেও ঘাস খায়। কিন্তু তা বলে খিদের চোটে কেউ নিজেকেই খেয়ে ফেলে বলে শুনেছেন? শুনেছেন বলার থেকে, দেখেছেন বলাই ভাল। কারণ সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে একটি সাপ নিজেকে খাওয়ার চেষ্টা করছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় সরীসৃপদের একটি অভয়ারণ্য রয়েছে, যেখানে শীতল রক্তের প্রাণীদের উদ্ধার করে এনে রাখা হয়। কিন্তু সেখানে একটি সাপকে তার মুখ থেকেই উদ্ধার করতে হল কর্মীদের। ফরগটেন ফ্রেন্ড রেপটাইল স্যাংচুয়ারির জেসি রোথ্যাকার জানিয়েছেন শুক্রবার সেখানকার কর্মীরা দেখেন, একটি ‘কিংস্নেক’ নিজের লেজ দিয়েই প্রাতরাশ সারতে চাইছে।

কিংস্নেক প্রায়শই অন্য সাপেদের খেয়ে ফেলে। এমনকি কিংস্নেক, র‌্যাটেলস্নেক ও কপারহেড ভেনামদেরও হজম করে ফেলে।

আরও পড়ুন : বোনের কীর্তি সোশ্যাল মিডিয়ায় ফাঁস করল আর এক বোন

আরও পড়ুন : লন্ডনের বিমানবন্দরে ছাদ ফুটো হয়ে নামছে বৃষ্টির ধারা, ভাবা যায়!

রোথ্যাকার জানিয়েছেন, এই অভয়ারণ্যের ১৫ বছরের ইতিহাসে এটা প্রথম, যেখানে একটা কিংস্নেক নিজেকে খাওয়ার চেষ্টা করছে। বিষয়টি নজরে আসার পরই কর্মীরা সাপের মুখ থেকে তার লেজটি বের করে দেন।

ভাইরাল হওয়া ভিডিয়োটি ইতিমধ্যে কয়েক হাজার বার দেখা হয়েছে। সেই সঙ্গে প্রচুর লাইক ও কমেন্ট পড়ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE