Advertisement
০২ এপ্রিল ২০২৩
Viral Video

‘আমার সোনা ছেলে’, সারমেয়র প্রতি পঞ্জাবি মায়ের আদরে মজল নেটদুনিয়া

ব্যান্ডেজ বাঁধার সময় সন্তানসম ডোবারম্যানকে যে ভাবে আদর করছেন, তা দেখেই হৃদয় গলেছে নেটাগরিকদের।

কুকুরের পায়ে ব্যান্ডেজ বাঁধছেন পঞ্জাবি মহিলা। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

কুকুরের পায়ে ব্যান্ডেজ বাঁধছেন পঞ্জাবি মহিলা। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

সংবাদ সংস্থা
ব্রাম্পটন শেষ আপডেট: ২৯ ফেব্রুয়ারি ২০২০ ১২:২৩
Share: Save:

সেবাধর্ম কোনও ভেদ মানে না। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিয়ো ফের প্রমাণ করল সেই কথা। সেই ভিডিয়োতে একজন পঞ্জাবি মহিলাকে দেখা যাচ্ছে তাঁর ‘ছেলে’র পায়ে ব্যান্ডেজ বেঁধে দিতে। ব্যান্ডেজ বাঁধার সময় সন্তানসম ডোবারম্যানকে যে ভাবে আদর করছেন, তা দেখেই হৃদয় গলেছে নেটাগরিকদের।

Advertisement

সম্প্রতি এই ভিডিয়ো করা হয়েছিল টিকটকে। তার পর তা ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, এক মহিলা তাঁর পোষ্য কুকুরের পায়ের ক্ষতে বেঁধে দিচ্ছেন ব্যান্ডেজ। ব্যান্ডেজ বাঁধার সময় কুকুরটির কষ্ট হচ্ছে, তা বুঝতে পেরে ভোলানোর চেষ্টা করছেন তিনি। তা ভোলাতে গিয়ে পঞ্জাবি ভাষায় কখনও বলছেন, ‘আমার সোনা ছেলে’, তো কখনও বলছেন, ‘তুমি স্মার্ট বয়।’

ভিডিয়োটি করা হয়েছে কানাডার ব্রাম্পটনে। সেখানেই থাকেন ওই পঞ্জাবি মহিলা। দেখুন সেই ভিডিয়ো—

Sohna bacha Mera Ace ##doberman ##dogs ##funny ##cute ##brampton ##bramptonmom ##punjabimummy ##merakuta ##socute ##adorable ##lovedog ##bestdogs

Advertisement

এই ভিডিয়ো দেখে নেটাগরিকদের একাংশ রোমন্থন করছেন নিজেদের স্মৃতি। এক নেটাগরিক বলেছেন, ‘‘আমার মা বাড়িতে কুকুর পোষার বিরোধী ছিল। কিন্তু আমি জেদ করে কুকুর পোষার পর তাকে সবথেকে বেশি যত্ন করত মা নিজেই।’’

আরও পড়ুন: আস্ত তোয়ালে খেয়েছে পাইথন, দেখুন কী ভাবে চিকিৎসকরা বের করছেন সেটি

আরও পড়ুন: জীবনে মদ্যপান করেননি, অথচ মূত্র দিয়ে বেরচ্ছে শুধুই অ্যালকোহল!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.