মাঠের মধ্যে রয়েছে প্রচুর বড় বড় গাছ। তার মধ্য একটি গাছের গুঁড়ির মধ্যে লম্বালম্বি ফাটল। সেখান দিয়ে দেখা যাচ্ছে, গাছের গুঁড়ির মধ্যে দাউ দাউ করে জ্বলছে আগুন। সেখান থেকে বেরচ্ছে ধোঁয়াও।
এই ঘটনার ভিডিয়ো গত ২০ অক্টোবর নিজের টুইটার হ্যান্ডল থেকে আপলোড করেছেন সোফেন নামের আটালান্টার এক ব্যক্তি। সেই ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সোফেনের আপলোড করা সেই ভিডিয়ো ইতিমধ্যেই দেখে ফেলেছেন দু’কোটি ইউজার। সাড়ে পাঁচ লক্ষ লাইকের পাশাপাশি দেড় লক্ষেরও বেশি ইউজার শেয়ার করেছেন এই ভিডিয়ো।
সেই ভিডিয়ো আপলোড করে সোফেন লিখেছেন, বজ্রপাতের জেরেই এ ভাবে আগুন জ্বলছে। যদিও ঘটনাটি কবে, কোথায় ঘটেছে সে ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি।
বাজ পড়ে গাছ পুড়ে যাওয়ার ঘটনা প্রায়শই ঘটে থাকে। কিন্তু বজ্রপাতের জেরে গাছের ভিতর এ ভাবে আগুন জ্বলা অবাক করেছে নেটিজেনদের। দেখুন সেই ভিডিয়ো-
A look inside a tree that has been struck by lightning. pic.twitter.com/IGcgu00fYm
— So Fain (@sofain) October 20, 2019
আরও পড়ুন: বোমারু জ্যাকেট পরে মোদীকে হুমকি! সোশ্যাল মিডিয়ায় ট্রোলড পাকিস্তানি গায়িকা
আরও পড়ুন: নাগরদোলার মতো ঘুরবে মহাকাশের প্রথম হোটেল! দেখুন সেই হোটেলের অন্দরমহল