Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Space Hotel

নাগরদোলার মতো ঘুরবে মহাকাশের প্রথম হোটেল! দেখুন সেই হোটেলের অন্দরমহল

২০২৭-এর মধ্যে মহাকাশে হোটেল চালু করার পরিকল্পনা নিয়েছে আমেরিকার ওই সংস্থা। মহাকাশের সেই হোটেল কেমন দেখতে হবে সেই ভিডিয়োও সম্প্রতি প্রকাশ করেছে তারা।

মহাকাশের প্রথম স্পেস হোটেল। ছবি টুইটার থেকে সংগৃহীত।

মহাকাশের প্রথম স্পেস হোটেল। ছবি টুইটার থেকে সংগৃহীত।

সংবাদ সংস্থা
ক্যালিফোর্নিয়া শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০১৯ ১৩:২৪
Share: Save:

ঘুরতে যাওয়া যাঁদের নেশা, তাঁদের জন্য নতুন দিগন্ত খুলে যেতে পারে আগামী কয়েক বছরের মধ্যেই। পৃথিবী ছাড়িয়ে তাঁরা এ বার ঘুরতে যেতে পারবেন মহাকাশেও। সেখানে গিয়ে দিন কয়েক আমোদ প্রমোদ করতে পারেন। এমনই ব্যবসায় উদ্যোগী হয়েছে আমেরিকার ক্যালিফোর্নিয়ার ‘দ্য গেটওয়ে ফাউন্ডেশন’ নামের একটি স্টার্ট আপ সংস্থা। ২০২৭-এর মধ্যে মহাকাশে হোটেল চালু করার পরিকল্পনা নিয়েছে আমেরিকার ওই সংস্থা। মহাকাশের সেই হোটেল কেমন দেখতে হবে সেই ভিডিয়োও সম্প্রতি প্রকাশ করেছে তারা।

ওই সংস্থা ভন ব্রন রোটেটিং স্পেস স্টেশনে হোটেল তৈরির পরিকল্পনা করেছে। সেখানে নাগরদোলার মতো ঘুরবে হোটেলের ২৪টি মডিউল। এই ঘূর্ণনের জেরে কৃত্রিম অভিকর্ষ বলও তৈরি হবে। যার জেরে পৃথিবীর মতোই হোটেলের ভিতর ঘুরে বেড়াতে পারবেন সকলে।

২৪টি মডিউলের মধ্যে থাকবে বিভিন্ন রকমের সজ্জা। ১০০ জন অতিথি থাকতে পারবেন সেখানে। ওই মডিউল গুলিতে থাকবে রেস্তরাঁ, জিম, বার, কনসার্টের জায়গা, সিনেমা হল সব রকম বিনোদনের ব্যবস্থা।

দ্য গেটওয়ে ফাউন্ডেশনের সিনিয়র ডিজাইনার টিম আলাতোরে বলেছেন, ‘‘সাধারণ মানুষ মহাকাশে যাচ্ছেন-এই ঘটনা আর ঐতিহাসিক হবে না। কয়েক বছরের মধ্যেই মহাকাশকে ছুটি কাটানোর জায়গায় পরিণত করার পরিকল্পনা করছি আমারা।’’

আরও পড়ুন: নিজেকে ফিট রাখার কৌশল শিখতে পারেন এই খুদের থেকেও

আরও পড়ুন: বাচ্চা দু’টির পাশেই রয়েছে বিষধর সাপ! দেখতে পাচ্ছেন?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Space Hotel Viral Video
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE