Viral video: This trend is all about transforming one’s hair into a Christmas tree dgtl
হাজার হাজার সুন্দরী কেন এমন করে চুল বাঁধতে শুরু করলেন?
এখন ‘ক্রিসমাস ট্রি হেয়ার’-এর হ্যাসট্যাগ চলছে। বড়দিন যত সামনে আসছে, ততই এর ক্রেজ বাড়ছে। আর তাতেই সামিল হচ্ছেন তরুণ থেকে প্রবীণরা। শুধু ইনস্টাগ্রামেই কয়েক হাজার ছবি পোস্ট হয়েছে এমন ‘ক্রিসমাস ট্রি’ সজ্জার।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৯ ১৪:৩৫
ক্রিসমাস ট্রি হেয়ার স্টাইল। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।
সম্প্রতি সোশ্যাল মিডিয়া খুললেই, বিশেষ করে ইনস্টাগ্রামে এমন কিছু ছবি সামনে আসছে, যেখানে মহিলাদের অদ্ভুত এক হেয়ার স্টাইলে দেখা যাচ্ছে। অদ্ভুত হলেও তাদের মধ্যে একটি ‘কমন’ বিষয় রয়েছে, সেগুলি দেখতে অনেকটা ক্রিসমাস ট্রি-র মতো।
কী ভাবে এই সব হেয়ার স্টাইল তৈরি হচ্ছে তারও ভিডিয়ো আপলোড করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, মাথার উপর একটি লম্বা বোতলের মতো কিছু দাঁড় করিয়ে তার চারদিকে চুল দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে। তারপর সেটিকে নানা ভাবে সাজানো হচ্ছে। এমনকি কিছু ক্ষেত্রে তাতে রিবন ছাড়াও কেউ কেউ আবার ছোট ছোট এলইডি-র চেনও ব্যবহার করেছেন, এমন ছবিও সামনে আসছে।
আসলে সোশ্যাল মিডিয়ায় এখন ‘ক্রিসমাস ট্রি হেয়ার’-এর হ্যাসট্যাগ চলছে। বড়দিন যত সামনে আসছে, ততই এর ক্রেজ বাড়ছে। আর তাতেই সামিল হচ্ছেন তরুণ থেকে প্রবীণরা। আসলে সবাই চান নিজেকে একটু অন্যরকম দেখাতে। তাই বড়দিনে এই ভাবে বাঁধছেন চুল। শুধু ইনস্টাগ্রামেই কয়েক হাজার ছবি পোস্ট হয়েছে এমন ‘ক্রিসমাস ট্রি’ সজ্জার।