Advertisement
২৫ এপ্রিল ২০২৪

অন্ধকারে তিন ঘণ্টা, কেব্ল কার আটকে হয়রানি

মালয়েশিয়ার ল্যাঙ্গকাউই দ্বীপের ঘটনা। কাল সন্ধে নাগাদ আচমকাই বন্ধ হয়ে যায় ওই এলাকার কেব্‌ল কার পরিষেবা। যাতায়াতের দু’টি রাস্তায় বিভিন্ন কেব্‌ল কারের মধ্যে তখন প্রায় এক হাজার পর্যটক ছিলেন।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
কুয়ালা লামপুর শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০১৮ ০১:১৬
Share: Save:

জঙ্গলে ঘেরা পার্বত্য এলাকার মনোরম দৃশ্য দেখতে ভিড় করেন দেশ-বিদেশের পর্যটকেরা। সেখানেই কেব্‌ল কার আটকে বাধল বিপত্তি। বন্ধ কেব্‌ল কারে অন্ধকারে দীর্ঘ সময় আটকে থাকলেন হাজার খানেক পর্যটক। আটকে ছিলেন কেব্‌ল কার সংস্থাটির কিছু কর্মীও।

মালয়েশিয়ার ল্যাঙ্গকাউই দ্বীপের ঘটনা। কাল সন্ধে নাগাদ আচমকাই বন্ধ হয়ে যায় ওই এলাকার কেব্‌ল কার পরিষেবা। যাতায়াতের দু’টি রাস্তায় বিভিন্ন কেব্‌ল কারের মধ্যে তখন প্রায় এক হাজার পর্যটক ছিলেন। দেশের তো বটেই চিন আর পশ্চিমী দুনিয়ারও বেশ কিছু পর্যটক আটকে ছিলেন সেই সময়। ধীরে ধীরে রাত হতে শুরু করেছে।

মাটি থেকে অত উচ্চতায় জঙ্গল আর পাহাড়ের মাঝে ঝুলন্ত অবস্থায় আটকে থাকতে থাকতে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। পর্যটকদের সঙ্গে আটকে ছিলেন বেশ কয়েক জন কেব‌্‌ল কার কর্মীও। মালয়েশিয়া সরকারের তরফে জানানো হয়েছে, ওই দ্বীপের দ্বিতীয় উচ্চতম
শৃঙ্গের কাছের একটি কারের ভিতরে ছিলেন ৯০ জন পর্যটক। তবে বেশির ভাগ পর্যটক আটকে ছিলেন মাউন্ট মাচিনচ্যাংয়ের কাছে ২,৩০০ ফুট উপরে।

প্রিসিলা নামে এক পর্যটক টুইটারে সার বেঁধে দাঁড়িয়ে থাকা কেব্‌ল কারের ছবি আপলোড করে লেখেন, ‘‘সবচেয়ে খারাপ অভিজ্ঞতা।’’ প্রায় তিন ঘণ্টা পরে ঘটনাস্থলে পৌঁছন দমকলকর্মীরা। রাত তখন ন’টা। দমকল বিভাগের প্রধান মহমম্দ হিশাম ইব্রাহিম বলেন, ‘‘সব পর্যটক আতঙ্কে ছিলেন। ভয়ে ছিলেন। কিন্তু আমরা আসতেই সকলে হাততালিতে ফেটে পড়েন। মুখে হাসিও ফেরে সবার।’’ দমকল সূত্রে জানানো হয়েছে যান্ত্রিক ত্রুটির ফলেই এই গোলযোগ। রাত এগারোটার পরে ওই ত্রুটি সারানো সম্ভব হয়। একে একে সমস্ত যাত্রীকে নামিয়ে আনতে মাঝ রাত পেরিয়ে যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE