Advertisement
০৮ মে ২০২৪
Sailfish

Bizarre: নৌকার ধারে দাঁড়িয়ে মাছ ধরছিলেন, জল থেকে লাফিয়ে উঠে বৃদ্ধাকে ‘খুন করল’ মাছ!

ফক্স নিউজের প্রতিবেদন অনুযায়ী, ফ্লোরিডায় বন্ধুদের নিয়ে সমুদ্র উপকূলে ছিপ দিয়ে মাছ ধরছিলেন ক্যাথরিন পার্কিন্স নামে এক বৃদ্ধা।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
ফ্লোরিডা শেষ আপডেট: ২৫ জুলাই ২০২২ ১৪:০১
Share: Save:

বন্ধুদের সঙ্গে নৌকাবিহার করার সময় মাছের হাতে ‘খুন হলেন’ ৭৩ বছরের এক বৃদ্ধা!

ফক্স নিউজের প্রতিবেদন অনুযায়ী, ফ্লোরিডায় বন্ধুদের নিয়ে সমুদ্র উপকূলে ছিপ দিয়ে মাছ ধরছিলেন ক্যাথরিন পার্কিন্স নামে এক বৃদ্ধা। তাঁর ছিপে ৪৫ কেজি ওজনের একটি বিশালাকায় সেলফিশ ধরা পড়ে। মাছটিকে টেনে তোলার সময় হঠাৎই সেটি লাফ মেরে নৌকায় উঠে আসে। নৌকার ধারে দাঁড়িয়ে থাকা পার্কিন্সের পেট মাছটির সুচালো ঠোঁট এফোঁড়-ওফোঁড় করে দেয়।

দ্রুত পার্কিন্সকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান তাঁর বন্ধুরা। কিন্তু তাঁর অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালেই মৃত্যু হয় পার্কিন্সের। ফ্লোরিডার স্টুয়ার্ট নামে ছোট ওই শহরটি বিশ্বের সেলফিশ রাজধানী নামে পরিচিত।

পুলিশ জানিয়েছে, এত দ্রুত ঘটনাটি ঘটেছে যে প্রতিহত করার সুযোগও পাননি পার্কিন্স। শোর্ডফিশের মতোই দেখতে সেলফিশ। তাদের সুচালো ঠোঁট থাকে। যা অত্যন্ত তীক্ষ্ণ এবং ধারালো। এক একটি সেলফিশ ১১ ফুটের মতো লম্বা হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sailfish Death
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE