Advertisement
E-Paper

নিন্দায় মুখর বিশ্ব

প্যারিসে জঘন্য জঙ্গি হামলার বিরুদ্ধে গর্জে উঠল গোটা বিশ্ব। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও শীর্ষ রাষ্ট্রনেতারা কঠোর নিন্দায় মুখর। এক ঝলকে সেই নিন্দার স্রোত:

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০১৫ ১২:৫৪

ফ্রাসোঁয়া ওলাঁ প্রেসিডেন্ট, ফ্রান্স:

সন্ত্রাসি হামলার মুখে ফ্রান্সকে শক্ত থাকতে হবে। আমরা জানি আমরা শক্তই থাকব। সন্ত্রাসবাদীরা চায় আমাদেব ভয় দেখাতে, সন্ত্রস্ত করতে। সত্যিই সন্ত্রস্ত হওয়ার মতো ঘটনা ঘটেছে। তবে ফ্রান্স জানে কীভাবে এই আতঙ্কের মোকাবিলা করতে হয়। ফ্রান্স জানে আরও এক বার নিজেদের বাহিনীকে ময়দানে নামিয়ে কীভাবে এই সন্ত্রাসবাদীদের পরাস্ত করতে হয়।

বারাক ওবামা, প্রেসিডেন্ট, আমেরিকা:

নিরপরাধ সাধারণ মানুষকে আতঙ্কিত করতে জঘন্য আক্রমণ। হৃদয় বিদারক পরিস্থিতি এবং এ হল গোটা মানবতার উপর আক্রমণ। ফ্রান্স আমাদের পুরনো বন্ধু। যারা এই ঘটনা ঘটাল, তাদের কাঠগড়ায় হাজির করার জন্য যা যা করার দরকার, আমেরিকা তা করবে।

প্রণব মুখোপাধ্যায়, রাষ্ট্রপতি, ভারত:

প্যারিসে জঙ্গি হামলার কঠোর নিন্দা করছি। ভারত সব রকমভাবে ফ্রান্সের পাশে থাকবে। সে দেশের মানুষের প্রতি আমার সমবেদনা রইল।

নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী, ভারত:

প্যারিসে হামলার খবর ভয়ঙ্কর এবং বেদনাদায়ক। এই জঙ্গি হানা শুধু ফ্রান্সের উপর হামলা নয়। এ হল মানবতা এবং মানবজাতির উপর হামলা।

আঙ্গেলা মের্কেল, চ্যান্সেলর, জার্মানি:

প্যারিস থেকে যে সব খবর আর ছবি আসছে, তা কাঁপিয়ে দিয়েছে। এই জঙ্গি হামলায় নিহতদের পরিবারের সঙ্গে আমরা সমব্যাথী।

ডেভিড ক্যামেরন, প্রধানমন্ত্রী, ব্রিটেন:

প্যারিসে হামলায় শোকাহত। ফ্রান্সের মানুষের প্রতি আমাদের সহানুভূতি রইল। ব্রিটেন ফ্রান্সকে সব রকম সহযোগিতা করবে।

হাসান রুহানি, প্রেসিডেন্ট, ইরান:

ইরান নিজেই সন্ত্রাসবাদের অভিশাপের শিকার। সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই আমাদের চালিয়ে যেতে হবে।

আবদেল আল জুবেইর, বিদেশ মন্ত্রী, সৌদি আরব:

প্যারিসে এই জঙ্গি হামলা সব ধর্মকেই অস্বীকার করে।

বাশার আল আসাদ, প্রেসিডেন্ট, সিরিয়া:

প্যারিসে এই হামলা আসলে ফ্রান্সের ভুল নীতির ফল।

France Paris Terror attack World leaders Condemn Strongly
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy