Advertisement
E-Paper

শোলাকিয়া,পঞ্চগড়ের ঘাতক জঙ্গি র‌্যাবের গুলিতে খতম

ময়মনসিংহে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন বাংলাদেশে কিশোরগঞ্জের শোলাকিয়ায় পুলিশের টহলে হামলাকারী জঙ্গি শফিউল ইসলাম-সহ দু’জন । বৃহস্পতিবার গভীর রাতে ময়মনসিংহের নান্দাইলে দু’পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি চলে।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ অগস্ট ২০১৬ ১০:১০
Share
Save

ময়মনসিংহে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন বাংলাদেশে কিশোরগঞ্জের শোলাকিয়ায় পুলিশের টহলে হামলাকারী জঙ্গি শফিউল ইসলাম-সহ দু’জন । বৃহস্পতিবার গভীর রাতে ময়মনসিংহের নান্দাইলে দু’পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি চলে। এই ঘটনায় র‌্যাবের তিন সদস্য আহত হয়েছেন দাবি করেছে র‌্যাব। র‌্যাব-এর সদর দফতরের তরফে জানানো হয়, ঘটনাস্থল থেকে দুটি মোটরসাইকেল, আগ্নেয়াস্ত্র, বোমা ও বিস্ফোরক উদ্ধার হয়েছে। এ ছাড়া তিনটি পিস্তল, চারটি চাপাতি, একটা কাটার, একটি হাতুড়ি ও একটি ব্যাগ উদ্ধার করেছে তারা। সংঘর্ষে নিহত জঙ্গি সফিউল পঞ্চগড়ের গৌড়ীয় মঠের অধ্যক্ষ যজ্ঞেশ্বর রায় হত্যাকাণ্ডের সঙ্গেও জড়িত বলে জানিয়েছে র‌্যাব।

নান্দাইল থানার ওসি মোহম্মদ আতাউর রহমান জানান, আহত অবস্থায় ওই দু’জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়। নিহত অপরজনের পরিচয় জানা যায়নি বলে জানিয়েছেন ওসি।

১ জুলাই ঢাকার গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলা চালিয়ে ১৭ বিদেশিসহ ২২ জনকে হত্যার ছয় দিন পর ইদের সকালে কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদগার পাশে পুলিশের একটি তল্লাশি চৌকিতে জঙ্গিরা হামলা চালায়। হামলায় দুই পুলিশ নিহত হন। পরে পুলিশের সঙ্গে জঙ্গিদের সংঘর্ষে এক হামলাকারী এবং এক গৃহবধূ নিহত হন।

এই ঘটনায় ঘটনায় গুলিবিদ্ধ দিনাজপুরের মাদ্রাসা ছাত্র শফিউল ইসলাম ওরফে শরিফুল ইসলামকে গ্রেফতার করে র‌্যাব। পরে র‌্যাব-এর হেফাজতে ময়মনসিংহ মেডিক্যালে চিকিৎসা চলছিল এই জঙ্গির। চিকিৎসার শেষে তাকে হাসপাতাল ছেড়ে দেওয়া হয়। এর পর তাকে সঙ্গে নিয়ে রাতেই অভিযানে বেরোয় র‌্যাব। রাত সোয়া ১১টায় নান্দাইলের ডাঙ্গি গ্রামের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে র‌্যাবের সদস্যরা পৌঁছলে তাদের লক্ষ্য করে বোমা হামলা ও গুলিবর্ষণ করে জঙ্গিরা। পাল্টা গুলি চালায় র‌্যাব-১৪ এর সদস্যদের দলটি। সংঘর্ষে গুলিবিদ্ধ হয় দুই জঙ্গি।

শফিউলকে গ্রেফতারের পর জানা গিয়েছিল, মাদ্রাসার আলিম পরীক্ষা শেষ না করেই ‘ওস্তাদের নির্দেশে অ্যাসাইনমেন্ট নিয়ে’ কিশোরগঞ্জে এসেছিল সে।

গত ২০১৪ সালে এই ময়মনসিংহের ত্রিশালে পুলিশের প্রিজন ভ্যানে জঙ্গিরা হামলা চালিয়েছিল। তারা এক পুলিশ কনস্টেবলকে হত্যা করে জেএমবি নেতা সালাউদ্দিন সালেহীন সানি এবং রাকিবুল হাসান হাফেজ মাহমুদ ও জাহিদুল ইসলাম ওরফে বোমারু মিজানকে ছিনিয়ে নিয়েছিল। পরে রাকিবুল পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন।

আরও খবর...

‘মারব নয় মরব, এটাই বেহেস্তে যাওয়ার রাস্তা’! ঢাকা জঙ্গির অডিও ক্লিপ

RAB Nandail KIshoreganj
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy