রাষ্ট্রায়ত্ত জীবন বিমা সংস্থা এলআইসি-র টাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ শিল্পপতি গৌতম আদানির গোষ্ঠীকে আর্থিক সমস্যা থেকে বাঁচাতে কাজে লাগানো হয়েছে বলে ফের অভিযোগ উঠল। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের রিপোর্টে দাবি, এ বছরের শুরুতে নগদের অভাবে জর্জরিত আদানি গোষ্ঠীর ঘাড়ে বিপুল ঋণের বোঝা চাপে। সেই সময় মোদী সরকার রীতিমতো পরিকল্পনা করে এলআইসি-তে জমা থাকা সাধারণ মানুষের কষ্টার্জিত তহবিল আদানিদের হাতে তুলে দেয় তাদের সাহায্য করার জন্য। এ সংক্রান্ত বিষয়ে সংবাদমাধ্যম সূত্রের তদন্তে উঠে এসেছে গোটা পরিকল্পনা কার্যকর করার জন্য নয়াদিল্লির তৎপরতা।
ওই তদন্ত-রিপোর্ট অনুসারে অর্থ মন্ত্রকের অধীনে থাকা আর্থিক পরিষেবা দফতরের শীর্ষ কর্তারা গত মে মাসে এলআইসি থেকে প্রায় ৩৯০ কোটি ডলার (প্রায় ৩৪,৩২০ কোটি টাকা) আদানি গোষ্ঠীর সংস্থাগুলিকে দেওয়ার সুপারিশ করে একটি প্রস্তাবের খসড়া তৈরি করেন। এলআইসি এবং সরকারের পরামর্শদাতা নীতি আয়োগের সঙ্গে আলোচনা করেই পরিকল্পনাটি তৈরি করা হয়েছিল। বলা হয়েছে আদানিদের ভরসা দিতে সেটি ছিল সরকারের কৌশলগত লক্ষ্যের তালিকায়। পরে প্রস্তাবে অর্থ মন্ত্রক সায় দেয় বলে খবর।
অভিযোগ উঠেছে, সরকারের সেই আশ্বাসে ভর করেই দ্রুত নগদের সমস্যা মেটান আদানি। তাঁর আদানি পোর্টস ৫০০০ কোটি টাকার বন্ড ছাড়ে। তাৎপর্যপূর্ণ ভাবে ঋণের টাকার তোলার সেই বন্ডে লগ্নি করে একটি সংস্থাই— এলআইসি। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তদন্তকারী সূত্রের দাবি, গোটা বিষয়টি করা হয়েছিল নিঃশব্দে। তবে শেষ রক্ষা হয়নি। বিরোধী শিবির এ নিয়ে আক্রমণে নামে। এলআইসি-তে সাধারণ মানুষ তাঁদের কষ্ট করে আয় করা টাকা জমা রাখেন নিজের পরিবারকে সুরক্ষিত রাখতে। অথচ সেই টাকা দিয়ে গৌতম আদানির সংস্থাকে নিরাপত্তা দেওয়া হচ্ছে বলে জুনেই অভিযোগ করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)