Advertisement
১৯ এপ্রিল ২০২৪

বিক্রি কমছে বিস্কুটের? পার্লের পর চাহিদায় ভাটার কথা জানাল ব্রিটানিয়াও

ব্রিটানিয়া কর্তা জানান, চাহিদা বৃদ্ধির জন্য তাঁরা এখন তাকিয়ে রয়েছেন ভাল বর্ষা এবং উৎসবের মরসুমের দিকে।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৩ অগস্ট ২০১৯ ০২:০৮
Share: Save:

চাহিদা কমার ঝাপটা লেগেছে বিস্কুট শিল্পে। বিক্রি এবং মুনাফা বৃদ্ধির হার কমেছে পার্লের। এ বার ব্রিটানিয়াও জানাল চাহিদায় ভাটার কথা। বৃহস্পতিবার সংস্থার বিপণন বিভাগের কর্তা বিনয় সুব্রহ্মণ্যন জানান, গত চার মাসে তাঁদের বিস্কুট বিক্রি বৃদ্ধির হার আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ৫০% কমেছে। তাঁর কথায়, ‘‘বিস্কুট শিল্পে চাহিদার টান গত চার মাস ধরেই। আগামী ছ’মাসেও অবস্থার পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম। দেশের আর্থিক ক্ষেত্রের সমস্যার জের এসে পড়েছে বিস্কুট শিল্পেও।’’

ব্রিটানিয়া কর্তা জানান, চাহিদা বৃদ্ধির জন্য তাঁরা এখন তাকিয়ে রয়েছেন ভাল বর্ষা এবং উৎসবের মরসুমের দিকে। সুব্রহ্মণ্যন বলেন, ‘‘আমাদের বিক্রির বাজারের ৪০ শতাংশই গ্রামাঞ্চলে। ভাল বর্ষায় ফসল ভাল হলে চাহিদা বাড়তে পারে।’’ তবে চলতি অর্থবর্ষে বিক্রি বৃদ্ধির হার যে আগের জায়গায় পৌঁছবে না, তা কার্যত নিশ্চিত বলেই মনে করেন বিপণন কর্তা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Britania Britannia Industries Sales dropdown
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE