গোটা সপ্তাহে দিনের শেষে এক বারও মাথা তুলল না শেয়ার বাজার। শুক্রবার সেনসেক্স নামল আরও ৬০৪.৭২ পয়েন্ট। ফলে টানা পাঁচ দিনে তার পতন পেরোল ২০০০। মোট ২১৮৫.৭৭ (২.৫৪%) খুইয়ে সূচক নামল ৮৩,৫৭৬.২৪ অঙ্কে। এ দিন নিফ্টি পড়েছে ১৯৩.৫৪। পাঁচ দিনে ৬৪৫.২৫ (২.৪৫%)। থিতু হয়েছে ২৫,৬৮৩.৩০-এ।
বিশেষজ্ঞদের দাবি, লগ্নিকারীদের চিন্তা বাড়িয়েছে আমেরিকার শুল্ক বৃদ্ধির হুমকি। সে দেশ ভেনেজ়ুয়েলায় সামরিক হামলা চালানোয় বেড়েছে ভূ-রাজনৈতিক সঙ্কট। বিদেশি লগ্নি সংস্থাগুলিও দ্রুত শেয়ার বেচছে ভারতে। যে কারণে টাকার দামও পড়ছে। ডলার এ দিন ২৮ পয়সা উঠে হয়েছে ৯০.১৮ টাকা।
বিশেষজ্ঞ কমল পারেখের দাবি, ভারতে আমেরিকার শুল্ক এখন ৫০%। রুশ তেল কেনার জন্য তা ৫০০% করতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প। এটাই আশঙ্কা বাড়িয়েছে। যে কারণে বিদেশি সংস্থাগুলিও শেয়ার বিক্রি করছে। এ সপ্তাহে বিদেশি লগ্নি সংস্থাগুলি মোট ৮৮০৮.০৩ কোটি টাকার শেয়ার বেচেছে। তবে আরও বড় পতন রুখেছে দেশীয় সংস্থাগুলির ১৫,৬৯৯.৭৫ কোটি লগ্নি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)