গমের ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি) বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। বুধবার তারা ওই সহায়ক মূল্য ৬.৫৯% বাড়িয়ে ২০২৬-২৭ সালের জন্য কুইন্টাল প্রতি ২৫৮৫ টাকা করার প্রস্তাবে সায় দিয়েছে। গত বছর যা ছিল ২৪২৫ টাকা।
মন্ত্রিসভার বৈঠকের পরে কেন্দ্রীয় তথ্য-সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, মোট ছ’টি শস্যের সহায়ক মূল্য বাড়ানো হয়েছে ‘কমিশন ফর এগ্রিকালচারাল ক্রপ অ্যান্ড প্রাইসেস’ (সিএসিপি)-এর সুপারিশ অনুসারে। তার মধ্যে আছে, সাফ্লাওয়ার, মসুর, সরষে, তৈলবীজ।অন্য দিকে, দেশে ডাল উৎপাদন বাড়ানোর জন্য বিশেষ প্রকল্প চালু করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এর জন্য এ দিন ১১,৪৪০ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। দেশের চাহিদা পূরণের জন্য ডালের আমদানি নির্ভরতা কমানোই ওই প্রকল্প চালু করার উদ্দেশ্য।
‘মিশন ফর আত্মনির্ভরতা ইন পালসেস’ শীর্ষক প্রকল্পটি বাস্তবায়িত করার জন্য ওই টাকা মঞ্জুর করেছে মোদী সরকার। ছ’বছরের জন্য (২০২৫-২৬ থেকে ২০৩০-৩১) চালু হয়েছে সেটি। এর আওতায় অড়হর, মসুর এবং বিউলির ডালের উৎপাদন বাড়ানো হবে বলে জানান অশ্বিনী বৈষ্ণব। দাবি করেন, ওই প্রকল্পে চাষিরা যতটা ডাল উৎপাদন করবেন, তার পুরোটাই কিনে নেবে সরকার। ওই প্রকল্প চালু করে দেশে ডালের উৎপাদন বাড়িয়ে ৩৫০ লক্ষ টন করার লক্ষ্যমাত্রা স্থির করেছে কেন্দ্র। বর্তমানে যা ২৪২ লক্ষ টন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)