E-Paper

খাদ্যশস্যের জন্য অন্য দেশের উপর নির্ভরশীলতা কমাতে প্রকল্প চালু করল কেন্দ্র

আগামী ১১ অক্টোবর জয়প্রকাশ নারায়ণের জন্মদিন। বিহার ভোটের কথা মাথায় রেখে সে রাজ্যের এই নেতার জন্মদিনেই প্রকল্প দু’টির সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২৫ ০৮:৩৯
ভারত ডাল উৎপাদনে বৃহত্তম।

ভারত ডাল উৎপাদনে বৃহত্তম। —প্রতীকী চিত্র।

অস্থির ভূ-রাজনৈতিক বিশ্বে খাদ্যশস্যের জন্য অন্য দেশের উপর নির্ভরতা কমাতে ‘মিশন ডাল’ প্রকল্প হাতে নিচ্ছে মোদী সরকার। একই সঙ্গে দেশের যে ১০০টি ব্লকে খাদ্যশস্যের উৎপাদন জাতীয় গড়ের চেয়ে কম, সেখানে তা বাড়ানোর লক্ষ্যও স্থির করেছে তারা। আগামী ১১ অক্টোবর জয়প্রকাশ নারায়ণের জন্মদিন। বিহার ভোটের কথা মাথায় রেখে সে রাজ্যের এই নেতার জন্মদিনেই প্রকল্প দু’টির সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্য দিকে, বৃহস্পতিবার কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিংহ চৌহাণের বার্তা, ভারতীয় পণ্যে আমেরিকা ৫০% শুল্ক বসালেও আন্তর্জাতিক কোনও চাপের মুখে মাথা নোয়াবে না ভারত।

আজ দিল্লিতে চৌহাণের বার্তা, ‘‘খাদ্যশস্যের জন্য ভারতের কারও উপরেই নির্ভরশীল থাকা উচিত নয়।’’ এই প্রসঙ্গে ডালের উদাহরণ টেনে তাঁর বক্তব্য, ‘‘ভারত ডাল উৎপাদনে বৃহত্তম। তবু দেশীয় চাহিদা এত বেশি যে, আমদানি করতে হয়। এই সমস্যা মেটাতেই ২০৩০-৩১ সালের মধ্যে ডাল উৎপাদনে স্বনির্ভর হতে ‘’ হাতে নিয়েছে কেন্দ্র।’’

গত অর্থবর্ষে দেশে ডাল উৎপাদিত হয়েছে ২৫২.৩৮ লক্ষ টন। লক্ষ্য, তা আগামী পাঁচ বছরের মধ্যে ৩৫০ লক্ষ টন করা। বাড়ানো হচ্ছে ডাল চাষের জমিও। আগামী পাঁচ বছরের জন্য ২৭৫ লক্ষ হেক্টর থেকে বাড়িয়ে তা ৩১০ লক্ষ হেক্টর করার পরিকল্পনা। কৃষকদের ডাল চাষে উৎসাহিত করতে এক এক জনের পুরো ফসলই ন্যূনতম সহায়ক মূল্যে কিনে নেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Pulses Government Schemes

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy