Advertisement
০১ মে ২০২৪
GST

GST: জিএসটি ফাঁকি রোধে ব্যবস্থা

নতুন ব্যবস্থায় ফাঁকি দেওয়া কর দ্রুত আদায়ের পাশাপাশি, ভুয়ো বিলের সমস্যাও কমানো সম্ভব হবে বলে দাবি কর কর্তৃপক্ষের।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২১ ০৬:৩২
Share: Save:

পণ্য ও পরিষেবা করের (জিএসটি) রিটার্ন ফর্মের হিসাবে গরমিলের ক্ষেত্রে এখন থেকে কর অফিসারেরাই সরাসরি সেই কর আদায়ের প্রক্রিয়া শুরু করতে পারবেন। এর আগে প্রথমে অভিযুক্ত ব্যক্তি বা সংস্থার কাছে কারণ দর্শানোর নোটিস পাঠাতে হত। তার পরে শুরু হত ফাঁকি দেওয়া কর আদায়ের প্রক্রিয়া। কিন্তু জিএসটি কর্তৃপক্ষের কাছে অভিযোগ আসছে, কিছু ব্যবসায়ী জিএসটি-১ এবং ৩বি ফর্মে পণ্য লেনদেনের পরিমাণের হেরফের করে কর ফাঁকি দিচ্ছেন। সেই সমস্যার সমাধানে এই উদ্যোগ। নতুন ব্যবস্থায় ফাঁকি দেওয়া কর দ্রুত আদায়ের পাশাপাশি, ভুয়ো বিলের সমস্যাও কমানো সম্ভব হবে বলে দাবি কর কর্তৃপক্ষের।

সম্প্রতি বণিকসভা অ্যাসোচ্যামের এক কর্মসূচিতে সংসদের অর্থ সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান জয়ন্ত সিন্‌হা জানান, ব্যবসার স্বার্থে জিএসটি এবং ইউপিআইয়ের মতো আর্থিক লেনদেন প্ল্যাটফর্মের আইনে প্রয়োজনীয় পরিবর্তন আনার পথ খোলা রেখেছে সরকার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

GST Central Government
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE