Advertisement
E-Paper

ধুলোয় পড়ে থাকা কাগজে জ্যাকপট! মাত্র ১০ টাকার শেয়ারে ১১ লক্ষ পাচ্ছেন চণ্ডীগড়ের রতন

রঙের উৎসবের মুখে বাড়ি পরিষ্কারের সময়ে খুঁজে পাওয়া শেয়ারে চন্ডীগড়ের রতন ধিলোঁর ভাগ্যবদল। রাতারাতি ১১ থেকে ১২ লক্ষ টাকার মালিক হয়ে গিয়েছেন তিনি।

প্রতীকী ছবি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ মার্চ ২০২৫ ১৪:৫৭
Share
Save

কথায় আছে, ভগবান যখন দেন তখন দু’হাত ভরে দেন! হাতেনাতে তার প্রমাণ পেয়েছেন চণ্ডীগড়ের এক বাসিন্দা। প্রায় চার দশক আগে কেনা রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ় লিমিটেডের শেয়ার সম্প্রতি খুঁজে পান তিনি, যার বর্তমান বাজামূল্য ১১ লক্ষ টাকা।

রাতারাতি লাখপতি হয়ে যাওয়া ওই ব্যক্তির নাম রতন ধিলোঁ। গাড়িপ্রেমী হিসাবে এলাকায় তাঁর আলাদা পরিচিতি রয়েছে। হোলির মুখে বাড়ি পরিষ্কারের কাজ করার সময়ে রিলায়্যান্সের শেয়ারগুলি খুঁজে পান রতন। আর সঙ্গে সঙ্গেই ভাগ্যের চাকা ঘুরে যায় তাঁর।

রতন জানিয়েছেন, ১৯৮৮ সালে রিলায়্যান্সের মোট ৩০টি শেয়ার মাত্র ১০ টাকায় কেনা হয়েছিল। যিনি স্টক কিনেছিলেন, বর্তমানে তিনি আর ইহজগতে নেই। এই অবস্থায় সংশ্লিষ্ট শেয়ারগুলি নিয়ে কী করা উচিত, তা জানতে এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) একটি পোস্ট করেন রতন। কারণ, স্টকে লগ্নির ব্যাপারে বিশেষ মুন্সিয়ানা নেই তাঁর।

চলতি বছরের ১১ মার্চ, মঙ্গলবার সকাল ৯টা নাগাদ শেয়ার সংক্রান্ত নথির ছবি দিয়ে সমাজমাধ্যমে পোস্ট করেন রতন। কয়েক ঘণ্টার মধ্যেই সেটি ভাইরাল হয়ে যায়। ইতিমধ্যেই ১০ লক্ষের বেশি নেটাগরিক ওই পোস্টটি দেখেছেন।

রতনের করা পোস্টের উপর ভিত্তি করে শেয়ারগুলির বর্তমান বাজারমূল্য নির্ধারণ করেছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরাই। তাঁদেরই এক জনের দাবি, স্টক বিভাজন এবং বোনাস মিলিয়ে সেগুলির দর ১১ থেকে ১২ লক্ষ টাকার মধ্যে ঘোরাফেরা করছে। শুধু তা-ই নয়, শেয়ার হোল্ডিংয়ের পরিমাণ বেড়ে ৯৬০টি স্টকে গিয়ে দাঁড়িয়েছে।

চণ্ডীগড়ের রতন সংশ্লিষ্ট শেয়ার থেকে টাকা পাবেন বলে স্পষ্ট করেছে কেন্দ্রীয় সরকারি সংস্থা ‘ইনভেস্টর এডুকেশন অ্যান্ড প্রোটেকশান ফান্ড অথরিটি’ বা আইইপিএফএ। এর জন্য তাদের ওয়েবসাইটে সার্চ করতে বলা হয়েছে। সেখান থেকে নিয়ম জেনে নিয়ে স্টকগুলির জন্য টাকার আবেদন করতে পারবেন চণ্ডীগড়ের রতন।

(বিশেষ দ্রষ্টব্য: শেয়ার বাজারে লগ্নি বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আর তাই বিশেষজ্ঞদের পরামর্শ মেনেই স্টকে বিনিয়োগ করুন। এতে আর্থিক ভাবে লোকসান হলে আনন্দবাজার ডট কম কর্তৃপক্ষ কোনও ভাবেই দায়ী নয়।)

Share Bazar Reliance Industries Limited Mukesh Ambani

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}